নিজস্ব প্রতিবেদন : মাত্র ১৯ বছর বয়সে বনি কাপুরের সঙ্গে বিয়ে হয় তাঁর মোনা সৌরি কাপুরের। মোনার চেয়ে ১০ বছরের বড় ছিলেন বনি। তাঁদের দুই সন্তান অর্জুন কাপুর এবং অংশুলাকে নিয়ে বেশ ভালই কাটছিল বনি, মোনার জীবন। কিন্তু, বনির জীবনে ততদিনে হাজির হয়ে যান শ্রীদেবী। ‘মিস্টার ইন্ডিয়া’-র মাধ্যমে যে সম্পর্কের সূচনা হয় বনি কাপুর এবং শ্রীদেবীর মধ্যে, তা ক্রমশ পরিণতির দিকে এগোতে শুরু করে। কিন্তু, বনি কাপুরের সঙ্গে বিচ্ছেদে একেবারেই রাজি ছিলেন না মোনা সৌরি কাপুর। তখন বাধ্য হয়েই শ্রী-কে মন্দিরে গিয়ে বিয়ে করেন বনি। এরপরই জন্ম হয় বনি-শ্রী-এর প্রথম সন্তান জাহ্নবীর। কিন্তু, মোনা এবং তাঁর দুই সন্তানের উপস্থিতিতে যেন অনিশ্চয়তায় ভুগতে শুরু করেন শ্রীদেবী। এরপর সম্পর্কের বাঁধন আর জুড়ে নেই বলেই বনি কাপুরের সঙ্গে বিচ্ছেদে রাজি হয়ে যান মোনা সৌরি কাপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোনার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গেও বনি কাপুর এবং শ্রীদেবীর সম্পর্কের অবনতি হতে শুরু করে। এমনকী, জাহ্নবী এবং খুশি কাপুরকেও কখনও নিজের বোন হিসেবে মেনে নিতে পারেননি অর্জুন।


আরও পড়ুন : বনির কাছ থেকে কত লক্ষ নিয়েছিলেন শ্রীদেবী, জানেন..


আর তাই তো এক সাক্ষাতকারে শ্রীদেবী এবং বনি কাপুরের সঙ্গে সম্পর্ক কেমন বলে জিজ্ঞাসা করলে বেশ কড়াভাবেই জবাব দেন অর্জুন। বলেন, ‘শ্রীদেবীর সঙ্গে আমার সম্পর্ক কখনও ভাল হতে পারে না। উনি শুধু মাত্র আমার বাবার স্ত্রী। এর বাইরে আর কিছু না।’ তবে শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক ভাল না হলেও, তাঁর মা কখনও কাউকে অশ্রদ্ধা করতে শেখাননি বলেও ওই টেলিভিশন শো-এ মন্তব্য করেন অর্জুন কাপুর। যদিও, শ্রীদেবীর মৃত্যুর খবর পাওয়ার পরই সমস্ত দূরত্বকে একপাশে সরিয়ে রেখে খুশি এবং জাহ্নবীর পাশে এসে দাঁড়ান অর্জুন কাপুর।