নিজস্ব প্রতিবেদন : লকডাউনের সঙ্গেই টিভির পর্দায় ফিরেছে ছোটবেলার কিছু জনপ্রিয় ধারাবাহিক। ফিরেছে শক্তিমান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে 'শক্তিমান'-এর সিকুয়েল তৈরির ভাবনার কথা জানিয়েছিলেন মুকেশ খান্না। সেই মতোই চলছে প্রস্তুতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে কে হবে নতুন শক্তিমান?


'শক্তিমান'-এর নতুন সংস্করণ আসার সঙ্গে এই প্রশ্নটাই হয়ত সবার প্রথমে চলে আসে। কাকে নতুন 'শক্তিমান' করা যায়, এই প্রশ্নটাই ভক্তদের জিজ্ঞাসা করেছিলেন মুকেশ খান্না। তাঁর ভক্তদের অনেকেই নতুন 'শক্তিমান' হিসাবে টাইগার শ্রফ-এর নাম বলেছেন। যদিও 'শক্তিমান' রূপে টাইগার শ্রফ-কে এক্কেবারেই পছন্দ নয় মুকেশ খান্না। তাঁর কথায়, ''টাইগার শ্রফ-এর মধ্যে শক্তিমানের সেই আধ্যাত্মিক চেহারাই নেই।''


আরও পড়ুন-বিধাননগর পৌরসভার সঙ্গে মিলে নিজেই স্যানিটাইজেশনের কাজ করছেন অভিনেতা নাইজেল


মুকেশ খান্না জানান, ''শক্তিমান সুপারহিরো হিসাবে জনপ্রিয় হয়েছিল অ্যাকশন-এর জন্য নয়, সুপার পাওয়ার-এর জন্য। শক্তিমান আমাদের অনেক মূল্যবোধ শিখিয়েছিল। সেকারণেই শক্তিমান এতটা জনপ্রিয় হয় উঠেছিল সকলের মধ্যে। তবে টাইগার শ্রফ কেন, শাহরুখ, সলমন, অক্ষয়, অজয় কেউই শক্তিমান হওয়ার জন্য ঠিক উপযুক্ত নন। কারণ, তাঁর ইতিমধ্যেই খ্যতনামা তারকা। তাঁদের ইমেজের সঙ্গে শক্তিমান-এর চরিত্রটি ঠিক বিশ্বাসযোগ্য করে তোলা যাবে না। ১৯৯৭ থেকে শুরু করে আজ অবধি শক্তিমান অনেকের কাছেই একটি আইকনিক চরিত্র।''



আরও পড়ুন-লকডাউনে মদ কিনতে পারেননি, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রীর ছেলে


'শক্তিমান'-এর নতুন সংস্করণের কথা তিনি কবে ঘোষণা করবেন? এপ্রশ্নের উত্তরে মুকেশ খান্না বলেন, ''যদি করোনার মতো মারণ ব্যাধি পৃথিবীর উপর না আঘাত আনত, তাহলে হয়ত শক্তিমান-এর নতুন সংস্করণ নিয়ে আসার কথা তিনি ঘোষণাই করে দিতেন। তবে ঘটনাচক্রে এই পরিস্থিতিতে পুরনো শক্তিমানকে টিভির পর্দায় ফেরানো হল।''


তবে শুধু শক্তিমানই নয়, টিভির পর্দায় ফিরেছে পুরনো সেই জনপ্রিয় ধারাবাহিক রামায়ণ, মহাভারত সহ আরও অনেক কিছুই।