ওয়েব ডেস্ক: বলিউডে খুব অল্পদিনের মধ্যেই নিজের জন্য একটা বেশ শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। সেই টাইগার নতুন বছর ২০১৭-তে নিজের জন্য কী লক্ষ্য রেখেছেন জানেন? শুনলে টাইগারভক্তদের খুবই আনন্দ হবে। তবে, বলিউডে টাইগার শ্রফদের প্রজন্মের অন্য অভিনেতাদের আরও বেশি কম্পিটিশনের মুখে পড়তে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রয়াত ওম পুরি


এএনআইকে দেওয়া এক সাক্ষাত্‍কারে টাইগার শ্রফ জানিয়েছেন, নতুন বছরে তাঁর লক্ষ্য, তাঁর হাতে থাকা সাম্প্রতিক সিনেমাগুলোর মধ্যে কোনও একটি নিয়ে তিনি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে চান। প্রসঙ্গত, তার হাতে রয়েছে মুন্না মাইকেল, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ এর মতো সিনেমা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যেতে পারে বাগি ২-এরও!


আরও পড়ুন  স্বামীর জন্য লেখা দিব্যাঙ্কার কবিতাটা পড়ে দেখুন!