নিজস্ব প্রতিবেদন : ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের ত্রাতা দেব। এবার জম্মু থেকে ৩৯ জন পরিযায়ী শ্রমিক সহ মোট ৪০ জনের বেশি মানুষকে ফেরাচ্ছেন সাংসদ, অভিনেতা। ইতিমধ্যেই, জম্মু থেকে ওই পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাস ঘাটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখেছেন, ''এক সপ্তাহ ধরে চেষ্টার পর অবশেষে ৪০+ লোককে আমরা জম্মু থেকে বাংলায় (ঘাটাল) ফেরাতে পারছি। কেউ হয়ত বলবেন এটা কঠিন। তবে ওই মানুষগুলো যে পরিস্থিতির মধ্যে রয়েছে, তার থেকে কঠিন হতে পারে না।''


আরো পড়ুন-'গুলাবো সিতাবো'র গল্প চুরি করার অভিযোগ, কী বললেন সুজিত সরকারের ছবি চিত্রনাট্যকার?



আরও পড়ুন-নেপাল থেকে ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে ফেরালেন দেব


প্রসঙ্গত, রবিবার ২৪৭ জনকে এবার তারও আগে ৩৫ জনকে নেপাল থেকে ফিরিয়েছেন ঘাটালের সাংসদ, অভিনেতা দেব। তবে শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে দেবের কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য আধিকারিকদের সাহায্য ছাড়া তিনি এই কাজ করতে পারতেন না।