ওয়েব ডেস্ক: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার । আর তাঁর নতুন ছবি টয়লেট: এক প্রেম কথা । ছবিটিকে ঘিরে বহুদিন ধরেই দর্শকদের মনে প্রত্যাশা জমেছিল। ছবির বিষয় শৌচালয় তৈরি। যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ্ব ভারত অভিযানের উদ্দেশ্যে নেমেছেন। সেখানে প্রধানমন্ত্রীর সেই প্রচেষ্টাকেই আরও খানিকটা এগিয়ে দেয় ছবি। তাই ছবির বিষয়বস্তু নিয়ে দর্শকদের মনে একটা উত্‌কণ্ঠা প্রথম থেকেই ছিল। আর তার প্রভাব গিয়ে পড়ল বক্স অফিস কালেকশন এ।


সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে টুইট করে টয়লেট: এক প্রেম কথা ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। প্রথম দিনেই ছবিটি ১৩.১০ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে আশা করা যাচ্ছে আগামিদিনে আরও ভালো ব্যবসা করবে।


জানেন বিগ বসে অংশগ্রহণের জন্য নিয়া শর্মাকে কত টাকা অফার করা হয়েছে?