জানেন বিগ বসে অংশগ্রহণের জন্য নিয়া শর্মাকে কত টাকা অফার করা হয়েছে?

Updated By: Aug 12, 2017, 02:56 PM IST
জানেন বিগ বসে অংশগ্রহণের জন্য নিয়া শর্মাকে কত টাকা অফার করা হয়েছে?

ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই আসতে চলেছে বিগ বস সিজন ১১। শোনা যাচ্ছে এই বছরেরই অক্টোবর মাসে সম্ভাবত শুরু হতে পারে বিগ বস সিজন ১১। ইতিমধ্যেই এই সেলব্রিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তারকাদের তালিকা নিয়ে দর্শকদের মনে উত্‌সাহ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে একটি সম্ভাব্য তালিকাও। এ বছর বিগ বসে অংশগ্রহণ করতে চলেছেন জামাই রাজা খ্যাত টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মা । তবে নিয়া শর্মার বিগ বসে অংশগ্রহণের খবরের থেকে দর্শকদের বেশি চমকে দেবে তাঁকে অফার করা টাকার অঙ্কটা। জানেন বিগ বসে অংশগ্রহণের জন্য নিয়া শর্মা –কে কত টাকা অফার দেওয়া হয়েছে?

টয়েলট এক প্রেম কথা নিয়ে অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানালেন হলিউড অভিনেত্রী!

বলিউড লাইফের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, জামাই রাজা অভিনেত্রী নিয়া শর্মাকে বিগ বস ১১ –তে অংশগ্রহণ করার জন্য ২ কোটি টাকা অফার করা হয়েছে। যদিও কারও পক্ষ থেকেই এই খবরের সত্যতা যাচাই করা হয়নি।

জানেন রাধা কেন কৃষ্ণকে বিয়ে করেননি?

.