Tollywood Actress: `বাচ্চাটা হার্টফেল করে চলে গেল`, মধ্যরাতে বাজির বিকটশব্দে `সন্তান`হারা টলি অভিনেত্রী...
Brishti Roy: কারোর আনন্দই অন্যের দুঃখ হয়ে দাঁড়াল। বর্ষশেষে বাজির শব্দে `সন্তান`কে হারালেন টলিউডের অভিনেত্রী বৃষ্টি রায়। ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর শেষে প্রতিবারই মধ্যরাতে সেলিব্রেশনের মুডে থাকে গোটা বিশ্ব। সেই মতো এবছরও ঘড়িতে রাত ১২টা বাজতেই বাজি ফাটিয়ে সারা শহরে শুরু হয় সেলিব্রেশন। কিন্তু সেই সেলিব্রেশন, আতসবাজির সেই বিকটশব্দই কারোর কারোর কাছে দুঃখের কারণ হয়ে ওঠে। অসুস্থ মানুষ, ছোট বাচ্চা থেকে শুরু করে পোষ্য, বাজির শব্দে অসুস্থ হয়ে পড়ার খবর প্রায়ই প্রকাশ্যে আসে। এবার সেই বাজির উল্লাসেই সন্তানসমকে হারালেন টলিউডের অভিনেত্রী বৃষ্টি রায় (Brishti Roy)।
বছরের প্রথমদিনেই কান্নায় ভেঙে পড়লেন বৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের কষ্টের কথা জানালেন অভিনেত্রী। কীভাবে তাঁর চোখের সামনেই চলে গেল তাঁর সন্তানসম পোষ্য। বৃষ্টি বলেন, কারোর উল্লাসে তাঁর আপত্তি নেই। কিন্তু আতসবাজি এত বিকটশব্দে তাঁর একমাত্র পোষ্য হার্টফেল করে মারা গেল তাঁর চোখের সামনে। একমুহূর্তের জন্যও কান্না আটকাতে পারলেন না অভিনেত্রী। তিনি বললেন, হয়তো একটা পাখির মৃত্য়ু হয়েছে বলে কোনও থানা অভিযোগ নেবে না। কিন্তু সেই পাখি তাঁর বাচ্চা। মায়ের মৃত্যুর পর তাকে আঁকড়েই ছিলেন অভিনেত্রী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)