Anurag Kashyap on bollywood: 'বলিউড নিয়ে বিরক্ত-হতাশ, এদের ঘৃণা করি...', মুম্বই ছাড়ছেন অনুরাগ কাশ্যপ...
Anurag Kashyap on bollywood: বলিউডে একের পর এর সুপারহিট ছবি তৈরি করেছেন অনুরাগ কাশ্যপ। হিন্দি সিনেমায় নিজস্ব ঘরানা তৈরি করেছেন তিনি। তবে অনুরাগ এবার মুম্বইয়ের ইন্ডাস্ট্রি নিয়ে বিরক্ত, হতাশও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর বাংলা সিনেমাকে ঘটিয়া বলে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। পরিচালকের বক্তব্য ঘিরে তৈরি হয় হাজারও বক্তব্য। এবার হিন্দি সিনেমার প্রতিই বিরক্তি প্রকাশ করলেন তিনি। তবে শুধু বিরক্তিই নয়, একেবারে মুম্বই ছাড়ার কথা বলেন পরিচালক। এখানেই শেষ নয়, বলিউডের (Bollywood) মানসিকতা নিয়ে হতাশা প্রকাশ করে অনুরাগ লেখেন তিনি ঘৃণা করেন ইন্ডাস্ট্রির একাংশকে।
আরও পড়ুন- Dev: বছরের প্রথমদিনেই বড় 'উপহার' দেবের, পুজোয় আসছে বহু প্রতীক্ষিত...
বলিউডে একের পর এর সুপারহিট ছবি তৈরি করেছেন অনুরাগ কাশ্যপ। হিন্দি সিনেমায় নিজস্ব ঘরানা তৈরি করেছেন তিনি। তবে অনুরাগ এবার দক্ষিণের চলচ্চিত্রের দিকে ঝুঁকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি তাঁকে দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। দক্ষিণের ছবিতে অনুরাগের যে কাজের অভিজ্ঞতা তা বলিউড থেকে আলাদা। এক কথায় দক্ষিণে কাজ করে তিনি বলিউডের উপর, হিন্দি ছবির উপর বিরক্ত। নতুন প্রজন্মের প্রতি বিরক্ত হয়ে অনুরাগ কাশ্যপ বলেন, "প্রথম প্রজন্মের অভিনেতা এবং প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তিদের সাথে কাজ করা অত্যন্ত কষ্টকর। কেউ অভিনয় করতে চায় না, তারা সবাই তারকা হতে চায়।"
অনুরাগ আরও বলেন, ‘যতদিন যাচ্ছে, বলিউড আমাকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে ক্লান্ত। ইদানিং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বেচতে হয় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। ছবি তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের প্র্যাকটিস আমাকে বিরক্ত করে। সেই কারণেই নতুন বছরে আমি মুম্বই ছেড়ে দক্ষিণে যাচ্ছি। দক্ষিণে এখনও সিনেমা তৈরির মধ্যে আনন্দ রয়েছে। আমি খুবই হতাশ, খুবই বিরক্ত মুম্বই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে। বিরক্ত এখানকার মানুষদের মানসিকতা নিয়ে। এখানে শুধুই রিমেক চলছে। নতুন কিছু ভাবরা বা তৈরির ইচ্ছেই নেই। একই বিষয়ের পিছনে সবাই ছুটছে, যা অসহ্য।’
অনুরাগ কাশ্যপ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালমের ব্লকবাস্টার সিনেমা 'মঞ্জুমেল বয়েজ'-এর কথা বলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন যে এর মতো নতুন এবং পরীক্ষামূলক গল্পের সিনেমা বলিউডে কখনও তৈরি হবে না। তাঁর মতে, বলিউডে এই ধরনের সিনেমা সফল হলে কেবল এর রিমেক তৈরি করা হবে। মুম্বইয়ের মানসিকতা হল যে সিনেমাটি সফল হলে তার রিমেক তৈরি করা হবে। বলিউডের লোকেরা কিছু নতুন চেষ্টা করে না, দাবি অনুরাগের।
আরও পড়ুন- Shweta Tiwari: 'পলক একের পর এক প্রেম করছে, আমি প্রতিবছরই বিয়ে করছি', বিস্ফোরক শ্বেতা...
বলিউডের প্রযোজনা সংস্থা সম্পর্কে অনুরাগ কাশ্যপ বলেন, "এখন আমার বাইরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে সমস্যা হয়, কারণ এতে খরচ হয় এবং আমার প্রযোজকরা লাভ এবং মার্জিন নিয়ে ভাবেন। সিনেমা শুরু হওয়ার আগেই এই আলোচনা শুরু হয় যে এটি কীভাবে বিক্রি করা যাবে। এর ফলে সিনেমা তৈরির আনন্দ নষ্ট হয়ে যায়। তাই আমি আগামী বছর মুম্বই ছাড়তে চাই। আমি দক্ষিণে যাচ্ছি। আমি সেখানে যেতে চাই যেখানে অনুপ্রেরণা আছে, নাহলে আমি একজন বৃদ্ধ মানুষের মতো মারা যাব। আমি আমার ইন্ডাস্ট্রিতে হতাশ এবং এটিকে ঘৃণা করি। আমি এখানকার মানসিকতাকে ঘৃণা করি।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)