ওয়েব ডেস্ক: নতুনভাবে আবার কেরিয়ার শুরু করেছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । একের পর এক নতুন নতুন ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে। সদ্যই অভিনয় করলেন 'যখের ধন' ছবিতে। কিন্তু এবার তিনি খুনের মামলায় জড়িয়ে পড়লেন! শুনেই চমকে উঠলেন নিশ্চয়ই?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অবিশ্বাস্য হলেও সত্যি। প্রিয়াঙ্কার পরবর্তী ছবির গল্প এমনটাই। সূত্রের খবর, পরিচালক রাজীব রায়চৌধুরির ছবিতে অভিনয় করছেন তিনি। সেখানে চিত্রনাট্য অনুসারে একটি খুনের ঘটনার দৃশ্য রয়েছে। ছবিতে দুই সহকর্মীর ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা এবং সায়নী গুপ্তা। বিবাদের কারণে খুন হয়ে যান এক সহকর্মী। এভাবেই চলতে থাকবে ছবির গল্প। ছবিতে প্রিয়াঙ্কা সরকার ছাড়াও অভিনয় করছেন কৌশিক সেন এবং রাইমা সেন।