রণয় তিওয়ারি: মঙ্গলবার সকালেই টলিপাড়ায়(Tollywood) ছন্দপতন। আচমকাই কর্মবিরতির ডাক টেকনিশিয়ানদের। যদিও এই হরতালে সব টেকনিশিয়ানরা যোগদান করেননি তবে টেকনিশিয়ানদের(Technicians) একাংশ সকাল থেকেই কর্মবিরতির ডাক দেওয়ায় ব্যাহত শ্যুটিং। শোনা যাচ্ছে, এই কর্মবিরতির কেন্দ্রে গিল্ডের আসন্ন নির্বাচন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- TV Actress Wedding: ‘কাইজার’-খ্যাত অভিনেতার সঙ্গে গোপনে বিয়ে! সুখবর জানালেন জনপ্রিয় অভিনেত্রী অর্ষা...


ইলেকট্রিশিয়ান গিল্ডের দাবি, তাঁরা নির্বাচন ঘিরে বেশ সমস্যার মধ্যে পড়েছে। সেখান থেকেই এই কর্মবিরতির সূত্রপাত। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে কর্মবিরতি আর এর কারণেই থমকে যেতে পারে ধারাবাহিকের শ্যুটিং, এমনটাই আশঙ্কা। ইলেকট্রিশিয়ান গিল্ডের সদস্যদের দাবি যে কিছু সদস্য গিল্ডের আসন্ন নির্বাচনে দাঁড়াতে গেলে তাঁদের ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই এই কর্মবিরতির ডাক।


ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান গিল্ডের তরফে জি ২৪ ঘণ্টাকে জানানো হয় ‘শ্যুটিং চলছে, তবে আমরা কাজ থেকে বিরত রেখেছি। কারণ আমাদের মনে হচ্ছে আমরা নিরাপদে নেই। আগামী ২৩ তারিখ আমাদের নির্বাচন আছে। কিছু বহিরাগত লোক আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন থেকে মনোনয়ন তুলে নিতে বলছে। এই বহিরাগতদের আমরা চিনতেও পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, আমাদের নিরাপত্তা দেখতে।’


কারা এই বহিরাগত? গিল্ডের আরেক সদস্য বলেন, ‘আমরা চিনি না ওদেচর। রাতে বাইক নিয়ে আসছে, আমাদের খুঁজছে। মেম্বাররা ভয়ে কেউ কাজে যেতে পারছে না। তাই দিদির কাছে অনুরোধ যদি আমাদের নিরাপত্তা খতিয়ে দেখা হয়’। এখনও পুলিসের কাছে কোনও অভিযোগ না করলেও গত শনিবার ফেডারেশনকে জানানো হয়েছে বলে জানান তাঁরা। কিন্তু সেখান থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান গিল্ডের সভাপতি, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।


আরও পড়ুন- Bubly-Saurav: ‘মনে হয় না এই প্রথম দেখা...’


কর্মবিরতি প্রসঙ্গে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, ‘‘সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন কখনও শুটিং বন্ধ করাকে সমর্থন করে না।’ পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন কী নিয়ে সমস্যা, তা খতিয়ে দেখবেন তিনি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)