নিজস্ব প্রতিবেদন : সিরিয়ালের শুটিং নিয়ে কিছুটা সুরহা হলেও কবে শুরু হবে বাংলা ছবির শ্যুটিং? সে প্রশ্নের উত্তর এখনও অধরা রয়ে গেল। শ্যুটিং শুরু নিয়ে মঙ্গলবার, প্রযোজক, চ্যানেল, ইমপা, আর্টিস্টস ফোরাম, টেকনিশিয়ান ফোরামের প্রতিনিধিদের দীর্ঘ  সাড়ে তিন ঘণ্টার বৈঠক হয়। আলোচনায় মূলত সিরিয়ালের শ্যুটিং নিয়েই আলোচনা হয়েছে, সিনেমা নিয়ে কোনও আলোচনাই হয়নি বলে জানিয়েছেন ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত। তবে মিটিংয়ে ৮৫ শতাংশ সমস্যাই সমাধান হয়েছে বলে জানান সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে মঙ্গলবারের বৈঠকে শ্যুটিংয়ের বেশকিছু নিয়ম বিধি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। যেগুলির মধ্যে দু-তিনটি ছাড়া বাকিগুলি নিয়ে প্রায় সকলেই একমত। যেগুলির নিয়ে আলোচনা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে...


  •  ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বন দৃশ্য এড়িয়ে যাওয়া নিয়ে সকলেই একমত

  •  ১০ বছরের কম বয়সের বাচ্চাদের নিয়ে শুটিং করা হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

  •  ৬৫ বছরের বেশি বয়সের অভিনেতাদের নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রযোজকরা আপাতত আগ্রহী নন। চূড়ান্ত সিদ্ধান্ত ৪ জুন। 

  •  একসঙ্গে ৬ জন শিল্পীকে ফ্লোরে রাখার প্রস্তাব প্রযোজকদের তরফে।

  •  শিল্পীদের তরফে প্রস্তাব ছিল, কারও মৃত্যু হলে, তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকা দিতে হবে প্রযোজকের তরফে। প্রযোজকরা জানিয়েছেন, এরকম সম্ভব নয়। তার পরিবর্তে সকলে মিলে একটা ফান্ড তৈরি করার উদ্যোগ নেওয়া যেতে পারে।


মঙ্গলবারের বৈঠক থেকে ওয়াকআউট করেন ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত  অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ৪ জুন আগামী বৈঠকেও তাঁরা থাকবেন না বলেই জানা যাচ্ছে।  ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, ''দুর্ভাগ্যবশত বৈঠকে সিনেমা বা ওয়েব সিরিজের শ্যুটিং নিয়ে কোনও আলোচনাই হয়নি। এই বিষয়ে পরবর্তী পর্যায়ে কোনও আলোচনা না হলে আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয়।''


তবে সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ''দেখো বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয়নি, সেকথা বললে ভুল হবে। ৮৫ শতাংশ সমস্যারই সমাধান হয়েছে। কীভাবে শ্যুটিং হবে, সবই আলোচনা হয়েছে। তবে সুরক্ষা ও ইনস্যুরেন্স  সহ আরও কিছু বিষয় রয়েছে, যেগুলি নিয়ে ৪ তারিখ আবারও আমরা বসবো। সিনেমা ও সিরিয়াল দুটো প্ল্যাটফর্ম আলাদা। সিনেমা নিয়ে সিদ্ধান্ত হতে একটু সময় লাগবে। কারণ, সিনেমার ক্ষেত্রে বেশিরভাগটাই আউটডোর। তাই আউটডোরের জন্য অনেককিছু বিধি নিষেধ মানতে হবে। তবে সিরিয়ালে সে সমস্যা নেই। বেশিরভাগটাই ইনডোর শ্যুটিং হয়। সেক্ষেত্রে ফ্লোর ঠিক করে স্যানিটাইজ করলেই হবে। তবে সিনেমায় তো আর সেটা নয়, অনেককিছু রয়েছে। বাইরে শ্যুটিং করতে হলে অনেক সতর্কতা নিতে হবে। ''