নিজস্ব প্রতিবেদন: ত্রিশলার সঙ্গে যে তাঁর বেশ ভাল সম্পর্ক, তা বার বার বুঝিয়েছেন মান্যতা দত্ত। সেই কারণে এবার ফের সঞ্জয় দত্তের প্রথম পক্ষের মেয়ের ছবি দেখে ভালবাসা প্রকাশ করলেন মান্যতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ​বিচ্ছেদের পর মেয়েকে নিয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে জনপ্রিয় অভিনেত্রী কাম্য পঞ্জাবি, দেখুন
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ছবি শেয়ার করেন সঞ্জয় দত্ত এং রিচা শর্মার মেয়ে ত্রিশলা দত্ত। ত্রিশলার সেই ছবি দেখে সেখানে ভালবাসার চিহ্ন এঁকে দেন মান্যতা।  সত মেয়ের সঙ্গে যে তাঁর সম্পর্ক বেশ ভাল, তা ওই ছবিতেই স্পষ্ট করে বুঝিয়ে দেন সঞ্জয় দত্তের তৃতীয় স্ত্রী মান্যতা।



আরও পড়ুন : বোনের জন্মদিনে জমিয়ে নাচ শিল্পার, ভাইরাল অভিনেত্রীর ভিডিয়ো
পানিপথ-এর মুক্তির আগে থেকে সঞ্জয় দত্ত এবং তাঁর প্রথম পক্ষের মেয়ে ত্রিশলার মধ্যে সম্পর্ক নিয়ে জোর শোরগোল শুরু হয়। বাবার সঙ্গে নাকি বর্তমানে একেবারেই সম্পর্ক ভাল নেই সঞ্জয় দত্তের মেয়ের। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। যদিও বিষয়টি নিয়ে কখনওই মুখ খুলতে দেখা যায়নি সঞ্জয় দত্তকে। চুপ করে থেকেছেন ত্রিশলা দত্তও। 
তবে অভিনেতার ঘনিষ্ঠ মহলের তরফে শোনা যায়, সঞ্জয় দত্তের সঙ্গে নাকি বর্তমানে সম্পর্কের অবনতি হয়েছে ত্রিশলার। এমনকী, মেয়ের খোঁজ খবর নেওয়াও নাকি বন্ধ করে দিয়েছেন বলিউড অভিনেতা। তবে কী কারণে বাবা, মেয়ের মধ্যে সম্পর্কের এমন অবনতি, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।


আরও পড়ুন : ক্যানসার সারিয়ে আবার কী হল ঋষি কাপুরের! মুখ খুললেন অভিনেতার বন্ধু
প্রসঙ্গত, সম্প্রতি বন্ধুর ম-ত্যুর পর মন ভেঙে যায় সঞ্জয় দত্তের মেয়ের। সোশ্যাল মিডিয়ায় বন্ধুর ছবি শেয়ার করে, নিজের মনের কথা তুলে ধরেন ত্রিশলা। যা দেখেও চুপ করেই ছিলেন সঞ্জয় দত্ত।