তাপসীকে `ফালতু হিরোইন` বলে কটাক্ষ, সমালোচনার জেরে কী করলেন অভিনেত্রী!
প্রকাশ্যেই জবাব দেন তাপসী পান্নু
নিজস্ব প্রতিবেদন: সামাজিক মাধ্যমে অভিনেতা, অভিনেত্রীদের পোশাক কিংবা তাঁদ অভিনয় নিয়ে সমালোচনা কোনও নতুন বিষয় নয়। করিনা কাপুর থেকে ঐশ্বর্য রাই কিংবা দীপিকা পাড়ুকোন বা সলমন খান, প্রায় সব সময়ই রূপোলি পর্দার মানুষদের বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করেন নেট জনতার একাংশ। সেই তালিকায় এবার ফের যুক্ত হল তাপসী পান্নুর নাম। এবার ফের প্রকাশ্যে তাপসী পান্নুকে করা হল আক্রমণ। তারপরই সমালোচককে কড়া জবাব দিলেন 'থাপ্পড়' অভিনেত্রী। যা নিয়ে বুধবার সকাল থেকেই সরগরম হয়ে ওঠে অন্তর্জাল।
আরও পড়ুন : বিচ্ছেদের সময় বাংলোর সঙ্গে প্রথম স্ত্রী যা চেয়েছেন সব দিয়েছেন, দাবি শানুর
সম্প্রতি তাপসীকে 'ফালতু হিরোইন' বলে কটাক্ষ করেন জৈনক নেট ব্যবহারকারী। যা চোখে পড়তেই তাঁকে পালটা উত্তর দেন অভিনেত্রী। তিনি বলেন, তিনি য়া করেছেন, তা হয়ত ওই ব্যক্তি বুঝতে পারেননি।
আরও পড়ুন : রোহনের ঠোঁটে ঠোঁট, বিয়ের একমাস পর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো শেয়ার করলেন নেহা কক্কর
দেখুন কী বললেন তাপসী পান্নু...
তাপসীর কড়া জবাব পেয়ে, ওই ব্যক্তি আর পালটা উত্তর দিতে পারেননি।
এদিকে মালদ্বীপ থেকে ফিরে জোর কদমে শুটিং শুরু করে দিয়েছেন তাপসী পান্নু। সম্প্রতি রশ্মি রকেট-এর জন্য মুম্বই, পুনে-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় শুটিং করতে দেখা যায় তাঁকে। রশ্মি রকেট-এর শ্যুটিংয়ের সময় হেলমেট না পরে রাস্তায় বেরনোর জেরে তাঁকে জরিমানাও করা হয়। যে ছবি দিয়ে নিজের ইনস্টাগ্রামে খবর প্রকাশ করেন বলিউডের এই অভিনেত্রী।