নিজস্ব প্রতিবেদন: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তুঙ্গভদ্রার তীরে এবার রূপ পাচ্ছে মঞ্চে। কৃষ্টি প্রযোজিত নাটকটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুজয়রাজ মৈত্র, গান্ধর্বী খাটুয়া-সহ আরও অনেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নাট্যরূপ-পরিচালনা ও অভিনয় করেছেন সীতাংশু খাটুয়া। বৃহত্ একটি প্রেক্ষাপট মঞ্চে তুলে ধরার কাজটা বেশ কঠিন। কিন্তু কলাকুশলীদের আন্তরিক পরিশ্রমে সেই কাজ অনেক নিপুণভাবে করা গেছে। এমনটাই জানিয়েছেন নির্দেশক-অভিনেতা সীতাংশু খাটুয়া। এই নাটকের মঞ্চভাবনা নীল কৌশিকের। আলো বাবলু সরকার। আবহ সঙ্গীত অভিজ্ঞান খাটুয়া এবং কল্যাণ সরকারের। ৬ই এপ্রিল তপন থিয়েটারে অভিনীত হচ্ছে তুঙ্গভদ্রার তীরে।