নিজস্ব প্রতিবেদন : তালিবান (Taliban) অধ্যুষিত আফগানিস্তানে (Afghanistan) আটকে রয়েছেন মুম্বইয়ের টেলি অভিনেত্রী নূপুর অলঙ্কারের (Nupur Alankar) জামাইবাবু। তাঁর খোঁজ মিলছে না। আশঙ্কার মধ্যে দিন কাটছে নূপুর অলঙ্কারের পরিবারের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে চাকরি সূত্রে আফগানিস্তানে (Afghanistan)  বেশ কয়েকবছর ধরে রয়েছেন নূপুরের (Nupur Alankar) জামাইবাবু। তাঁর নিখোঁজ হওয়া প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে নূপুর বলেন, ''আমি এবং আমার বোন ওঁর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাদের সঙ্গে ওঁর প্রায় ৯-১০ দিন আগে শেষবার কথা হয়েছিল। জামাইবাবু জানিয়েছিলেন ফোনের চার্জ প্রায় শেষ, চার্জ দেওয়ার উপায়ও নেই। আফগানিস্তানেরই এক বাসিন্দার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছিলেন, সময় মতো তাঁর নম্বর পাঠিয়ে দেবেনও বলেও জানান। কিন্তু তারপর থেকে কোনও বার্তা মেলেনি। উনি কোথায়, কার সঙ্গে আছেন, জানি না।''


আরও পড়ুন-Himachal-এর ঠাণ্ডায় হট প্যান্টে Rituparna-র নাচ, ভাইরাল হল ভিডিয়ো


নূপুর অলঙ্কার (Nupur Alankar)  আরও জানান, ''আমি এবং আমার দিদি কেউই খারাপটা ভাবছি না। তাহলে চিন্তা করতে করতে আমরাই অসুস্থ হয়ে পড়ব।'' প্রসঙ্গত গতবছর 'স্বরাগিনী' এবং 'ইস্ পেয়ার কো কেয়া নাম দুঁ?'-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল নূপুরকে। ২০২০-তে লকডাউনের সময় আর্থক অনটনের মুখোমুখিও হয়েছিলেন অভিনেত্রী। পরিস্থিতি সামাল দিতে গয়না বিক্রি করতে হয়েছিল তাঁকে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু রেণুকা সাহানে সকলের কাছে নূপুরকে সাহায্যের আবেদন করেছিলেন। নূপুরের পাশে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)