`নিম্ন রুচির মজা-মশকরা বন্ধ করুন`, বিরক্ত অক্ষয় ঘরণী টুইঙ্কল
নিজস্ব প্রতিবেদন: মল্লিকা দুয়া বিতর্কে ফের একবার অক্ষয়ের হয়েই মুখ খুললেন টুইঙ্কল খান্না। বুঝিয়ে দিলেন অহেতুক এই বিতর্কে বেশ বিরক্ত তিনি। টুইঙ্কেলের কথায় অক্ষয়-মল্লিকাকে ঘিরে ইন্টারনেটে যে ধরণের মজা-মশকরা চলছে তা খুবই নিম্ন রুচির।
অক্ষয় মল্লিকা বিতর্কে ইন্টারনেটে ভাইরাল হওয়া দুটি জোকস নিজের টুইটারে পোস্ট করে তার তীব্র সমালোচনা করেছেন টুইঙ্কল। ভাইরাল হওয়া সেই দুটি জোকস হল
'' অক্ষয় কী ধরণের গাড়ি পছন্দ করেন? - বেল গাড়ি। ''
'' অক্ষয় কেন মস্কোয় যাবেন? -দুয়া করতে ''
টুইঙ্কল টুইটারে লিখেছেন, এধরনের মজা আমি একদম নিতে পারছি না। দয়া করে এধরনের বিষয় আমাকে ট্যাগ করবেন না। একটা খোলা চিঠিতে টুইঙ্কল লিখেছেন ,'' শব্দ, বিশেষত যেটা হিউমারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেটার বিষয়ও সঠিক হওয়া উচিত। আমি সবসময় কমেডির পক্ষে, বিশেষ করে 'অল ইন্ডিয়া বকচোদ'-এর মত কমেডি শোয়ের সমর্থনেই সওয়াল করেছি।''
প্রসঙ্গত, রবিবারও টুইঙ্কল, অক্ষয়ের হয়ে মল্লিকাকে খোলা চিঠি লিখেছিলেন, সাফ জানিয়েছিলেন, ''যে হিউমার বোঝে না তাঁর কমেডিয়ান হওয়াই সাজে না।''
প্রসঙ্গত, গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে অক্ষয় কুমার মল্লিকা দুয়াকে মজা করে বলেন, 'মল্লিকাজি আপ বেল বাজাও, ম্যায় আপকো বাজাতা হুঁ'। আর অক্ষয়ের এই কথাতেই বেজায় চটে যান মল্লিকার বাবা বিনোদ দুয়া। তিনি টুইট করে অক্ষয়কে তোপ দাগেন। শুরু হয় বিতর্ক। এই বিতর্কে অবশ্য অক্ষয় নিজে এখনও মুখ খোলেননি।
আরও পড়ুন- অক্ষয়-মাল্লিকা বিতর্কে এবার মুখ খুললেন অক্ষয় ঘরনী টুইঙ্কল