নিজস্ব প্রতিবেদন: দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সম্প্রতি টুইট করে কঠোর আইনের দাবিতে সরব হন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর দাবি, আজকের এই সঙ্কটময় পরিস্থিতিতে তৃতীয় সন্তান হলেই জরিমানা বা হাজতবাসের মতো শাস্তি হওয়া দরকার। অভিনেত্রীর এই মন্তব্যের পরই উত্তাল হয়েছে নেটদুনিয়া। কঙ্গনার টুইট করা মাত্রই পাল্টা টুইট করেন কমেডিয়ান স্যালোনি গউর। অভিনেত্রীকে মনে করিয়ে দিতে কঙ্গনার বোন রঙ্গোলি চান্ডেল ও ভাই অক্ষত রানাউতের ছবি পোস্ট করেন তিনি। বিতর্ক গড়ায় টুইট যুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নবরাত্রির উপোস রেখে প্রসাদে পেঁয়াজ খেলেন Kangana?


 




পাল্টা টুইট করে কঙ্গনা লেখেন, 'বোকার মতো কথা বল না। আমার দাদুর বাবার ৮ সন্তান ছিল কিন্তু সেই সময়কালে অনেকেই মারা যায়। সময়ের সাথে বদলাতে হয়। চিনের মতো অবিলম্বে আমাদেরও জনসংখ্যা নিয়ন্ত্রণে জোর দেওয়া উচিত।' তারই ফলো আপ টুইটে কঙ্গনা ফের স্যালোনিকে উদ্দেশ্য করে লেখেন, 'এই সমস্যাগুলি বুঝলে জীবনে ভালো কাজ করবে। অপরের সাফল্যের মজা না উড়িয়ে সমস্যাগুলির দিকে নজর দাও।'


আরও পড়ুন: প্রচারে বেরিয়ে মাস্ক পরা নিয়ে দ্বিধাবিভক্ত তারকা প্রার্থীরা


 


এর আগে দেশে করোনার সংক্রমণ নিয়ে টুইটে উদ্বেগ প্রকাশ করেন কঙ্গনা। তাঁরই সিরিজ হিসেবে এদিন ফের জনসংখ্যা নিয়ন্ত্রণের দাবি তোলেন অভিনেত্রী। সেইবার টুইটে তিনি বলেন, 'দেশে ১৩০ কোটি জনসংখ্যা মাত্রাতিরিক্ত। তার উপর ২৫ কোটি অনুপ্রবেশকারী শরণার্থী রয়েছেন। তা সত্ত্বেও বিশ্বে টিকাকরণে দিশা দেখিয়েছে ভারত। কিন্তু আমাদেরও দায়িত্ব নেওয়া উচিত।'