ওয়েব ডেস্ক: বিশ্বের প্রথম ১০০ জন বেশি টাকা পারিশ্রমিক পাওয়া সেলিব্রেটিদের নাম ঘোষণা করল ফোর্বস। তাতে রয়েছেন শাহরুখ খান এবং অক্ষয় কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানেন কিং খানের পছন্দের টিভি সিরিয়াল কোনটি?


২০১৬ সালের এই তালিকার শীর্ষে রয়েছেন আমেরিকার পপ সিঙ্গার টেলর সুইফট। তাঁর রোজগারের পরিমাণ ১৭০ মিলিয়ন আমেরিকান ডলার। এই তালিকায় শাহরুখ খান রয়েছেন ৮৬ তম স্থানে। তাঁর রোজগারের পরিমাণ ৩৩ মিলিয়ন আমেরিকান ডলার। অক্ষয় কুমার এই তালিকায় স্থান পেয়েছেন ৯৪ -তে। ফোর্বসের পক্ষ থেকে বলা হয়েছে, কিং খানের ফিল্ম মানেই হিট। এছাড়াও তিনি প্রচুর সংখ্যক ব্র্যান্ড এনডোর্সেমন্ট করেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংলিশ এবং আইরিশ ব্যান্ড। আর তৃতীয় স্থানে রয়েছেন লেখক জেমস প্যাটারসন।ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছেন চতুর্থ স্থানে।


আরও পড়ুন  ভাইরাল হওয়া রানি মুখার্জির মেয়ের ছবিটি নকল!