ওয়েব ডেস্ক: আজ ভ্যালেন্টাইন্স ডে। প্রেমের দিনে সেজে উঠেছে গোটা বিশ্ব। একে অপরকে ভালবাসা বিনিময়ে তৈরি সকলেই। হংকংয়ে অভিনব উদ্যোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভ্যালেন্টাইনস ডে-তে গোলাপের সাজ। তবে এই গোলাপ থেকে সুন্দর গন্ধ মিলবে না। চোখ জুড়োবে মাত্র। কারণ এগুলি সবই নকল। এলইডি আলো দিয়ে তৈরি। উদ্যোক্তাদের বক্তব্য, এই গোলাপের বাগানে প্রেম বিনিময় হতে পারে অনায়াসে। পঁচিশ হাজার গোলাপের সাজ আসলে এশিয়ার ল্যানটার্ন উত্সবকে মাথায় রেখেই।


ভালবাসার মানুষকে ভালবাসতে গেলে কী না করতে হয়।  তা বলে রাশিয়ায় যা হল,  তা অভাবনীয়।  ভ্যালেনন্টাইনস ডে-র আগে কিস ডে-তে ছয় প্রেমিক যুগল উঠে গেলেন তিনশো সাঁইত্রিশ মিটার উঁচুতে। সেখানেই চুম্বনের মাধ্যমে ভালবাসার মানুষকে ভালবাসার কথাটা জানালেন তাঁরা। আসলে এই কিসিং স্পট তৈরি করেছে মস্কোর একটি টিভি চ্যানেল।