Urfi Javed: ‘তোমার বাপের কী?’ বিমানবন্দরে মেজাজ হারালেন উর্ফি...
Uorfi Javed: সম্প্রতি চিরুনি দিয়ে পোশাক বানিয়েছিলেন উর্ফি আবার অন্যদিকে সালোয়ার কামিজ পরে হাজির হয়েছিলেন গণপতি দর্শনে। তবে সম্প্রতি ফের এক নয়া বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। পাবলিক প্লেসেই মেজাজ হারালেন উর্ফি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও পোশাক তো কখনও তাঁর বক্তব্য, বিতর্ক যেন পিছু ছাড়ে না উর্ফি জাভেদের(Urfi Javed)। কখনও পিৎজা, কখনও সেফটিপিন, কখনও চিরুনি কখনও আবার সেলোটেপ দিয়েও জামা বানাতে দেখা গেছে উর্ফিকে। খোলামেলা পোশাকের কারণে নানা জায়গায় ঢুকতেও বাধা দেওয়ার খবর শোনা যায়। সম্প্রতি এরকমই এক বিতর্কের মুখে পড়েন অভিনেত্রী। ফের তাঁর পোশাক নিয়ে ওঠে আপত্তি।
আরও পড়ুন- Dawshom Awbotaar: প্রবীর-পোদ্দারের দুরন্ত জুটি, ট্রেলার থেকেই ভাইরাল ‘দশম অবতার’-এর সংলাপ
পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উর্ফি। উর্ফি প্রশংসা কুড়িয়ে নেন পশ্চিমের স্টাইলিস্টদের। কেউ কেউ তাঁর ফ্যাশনের ভক্তও বটে। তবে বেশিরভাগ মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে কথা বলেন, প্রশ্ন তোলেন তাঁর উদ্ভট ফ্যাশন নিয়ে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। নিজের স্টাইল স্টেটমেন্ট বজায় রেখেছেন পুরোদমে।
সম্প্রতি সবুজ রঙের পিঠখোলা পোশাক পরে বিমানবন্দরে গিয়েছিলেন উর্ফি জাভেদ। তা দেখেই এক ব্যক্তি মন্তব্য করেন ‘এই ধরনের পোশাকে তুমি দেশের সম্মানহানি করছ।’ এই কথা শোনা মাত্র মেজাজ হারান উর্ফি। তাকে চিৎকার করে বলতে থাকেন ‘তোমার বাপের কী?’ পরিস্থিতি বেগতিক দেখে উরফির সঙ্গে থাকা এক নারী তাকে টানতে টানতে দূরে নিয়ে যান। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন- Zeenat Aman: অসুস্থ জিনাত আমান, ১০ দিন ধরে শয্যাশায়ী অভিনেত্রী
তবে শুধুমাত্র খোলামেলা পোশাকেই নয়, সম্প্রতি গণেশ পুজোয় লাল বাগচা রাজার দর্শনে গিয়েছিলেন উর্ফি। সালোয়ার কামিজে মাথায় ঘোমটা দেওয়া ছবিও দেখা যায় তাঁর। গণপতির আশীর্বাদ নিতে শরণাপন্ন হন অভিনেত্রী। এমনকী সিদ্ধি বিনায়ক দর্শনেও সালোয়ার কামিজেই দেখা যায় তাঁকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)