Urfi Javed, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : কমলা বিকিনির উপর পরছেন পাতলা ফিনফিনে শাড়ি, দু'হাতে কাচের চুরি। খোলা চুল উড়ছে, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে উর্ফি ফুল দিয়ে সাজানো দোলনায় দাঁড়িয়ে দুলতে দুলতে নাচছেন। তখন ক্যামেরা চলছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে 'হায় হায় ইয়ে মজবুরী'। এপর্যন্ত ঠিকই ছিল, কিন্তু হায় হায়, এ কী হল! দোলনার দড়ি থেকে হাত ছেড়ে যাওয়ায় পিছন থেকে উল্টে পরলেন উর্ফি। সহ শিল্পীরা অবশ্য সঙ্গে সঙ্গে উর্ফিকে তুলতে চলে আসেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দোলনা থেকে উর্ফির উল্টে পড়ার ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল। যেটি কিনা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে উর্ফি লিখেছিলেন, 'ইয়ে তো সচমে হায় হায় হো গয়া'। নেটপাড়ার বাসিন্দারাও এমন ভিডিয়ো দেখে আতঙ্কিত, তাঁরা নানান মন্তব্য জুড়েছেন। কেউ লিখেছেন, 'ঈশ্বরকে ধন্যবাদ যে কিছু হয়নি।' কেউ বলেছেন, 'আপনি তো ভয় পাইয়ে দিয়েছেন।' কারোর কথায়, 'সত্যি সত্যিই হায় হায় হয়ে যেত।' সহশিল্পীরা উর্ফিকে তুলতে যাওয়ায় কেউ কটূক্তি করে লিখেছেন, 'ওরাঁ তো বেশ মজাই পেয়েছেন।'


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



আরও পড়ুন-'আমার বাবা একটা আস্ত শয়তান, আমাকে একলা পেয়ে...'



১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল মনোজ কুমার ও জিনাত আমন অভিনীত ছবি 'রোটি কাপড়া অউর মাকান'। 'হায় হায় ইয়ে মজবুরি' লতা মঙ্গেশকরের গাওয়া সেই ছবিরই সুপারহিট গান।সেই গানেরই রিমেক ভিডিয়ো তৈরি করা হয়েছে। যাতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন উর্ফি জাভেদ। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে 'হায় হায় ইয়ে মজবুরি'র গানের রিমেক ভিডিয়ো। উর্ফির ভিডিয়োতে নতুন রিমেক গানটি গেয়েছেন শ্রুতি রানে। গানের কথা লিখেছেন রাজেশ মনথন। মিউজিক করেছেন গৌরব দাশগুপ্ত। এই মিউজিক ভিডিয়োর পরিচালনা ও সিনেমাটোগ্রাফির দায়িত্বে প্রিন্স গুপ্ত। এদিন উর্ফি যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেটি মিউজিক ভিডিয়োর শ্যুটিং চলাকালীন শ্যুট করা।



আরও পড়ুন-জন্মদিনে সারপ্রাইজ, জাপটে ধরে রুকমাকে চুমু রাহুলের


কিছুদিন আগেই ২৫-এ পা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন। গত ১৫ অক্টোবর ছিল উর্ফির ২৫-এর জন্মদিন। বর্তমানে 'ফ্যাশনিস্তা' বলেই উর্ফিকে বেশি চেনেন সকলে। তবে আজ পরিচিতির শিখরে থাকলেও উর্ফির এই যাত্রা মোটেও সহজ ছিল না। একসময় নিজের বাবাই তাঁকে শারীরিক, মানসিকভাবে নির্যাতন করেছিলেন। নিজেই সেকথা সামনে এনেছিলেন উর্ফি জাভেদ।


উর্ফির কথায়, 'এই যাত্রা মোটেও সহজ ছিল না, কারণ, আমি আমার পরিবারকে পাশে পাইনি। মাত্র ১১ বছর বয়সেই আমার ছবি অ্যাডাল্ট সাইটে পোস্ট করা হয়েছিল। একসময় আমার পরিবারই আমার দিকে আঙুল তুলেছিল। আত্মীয়রা আমাকে পর্নস্টার বলে ডাকতেও পিছপা হননি। ওঁরা ধরেই নিয়েছিলেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চোখ রাখলে হয়ত কোটি টাকা পাওয়া যাবে। টানা দু'বছর আমার বাবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছিল। লোকজন আমায় এমন খারাপ শব্দে ডাকত, যে নিজের নামটাই ভুলতে বসেছিলাম, আমি যেভাবে কাটিয়েছি, তা যেন কোনও মেয়ের সঙ্গে না ঘটে।'


উর্ফি জানান, 'আমার বাবা যখন আমার উপর অত্যাচার চালাত, তখন আমার কথা বলার অধিকারও ছিল না। আমাকে সবসময় বলা হত, এধরনের মেয়েদের কথা বলার কোনও অধিকারই নেই, শুধুমাত্র পুরুষরাই সিদ্ধান্ত নিতে পারেন। যখন আমি বাড়ি ছেড়েছিলাম, তখন আমি নিজেকে পরিবারের থেকে অনেক দূরে নিয়ে চলে যেতে চেয়েছিলাম। তবে এখন আমি নিজের পরিচিতি তৈরি করেছি এবং আমি আর থামবার পাত্রী নই।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)