ওয়েব ডেস্ক : আজ ভ্যালেন্টাইন ডে। আর আজকের দিনে আপনাকে কিন্তু এই শর্ট ফিল্মটা দেখতেই হচ্ছে। নইলে একটা বিশাল লস হয়ে যাবে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবির নাম “কুইন অফ হার্টস”। ভ্যালেন্টাইন ডে নিয়ে প্রচলিত যে ধারণাগুলি রয়েছে, সেটাই তুলে ধরা হয়েছে ছবিতে। শর্টফিল্মটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দর্শন জারিওয়ালা ও স্মিতা জয়কর। সবার সঙ্গে বসে দেখার মতো ছবি “কুইন অফ হার্টস”।


মেহতা পরিবারের পুরুষ সদস্যরা একে অপরের সঙ্গে বিশেষ এক প্রতিযোগিতায় ব্যস্ত। কীসের প্রতিযোগিতা ? নীচের ভিডিও ক্লিক করে দেখুন-