জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলি অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও অভিনেত্রী জাহ্ণবী কাপুর (Janhvi Kapoor) ইতিহাস লিখতে চলেছেন। বরুণ-জাহ্ণবী এখন দিন গুনছেন তাঁদের আসন্ন ছবি 'বাওয়াল' (Bawaal)-এর বিশ্বব্যাপী প্রিমিয়রের জন্য। তবে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তোলার আগেই মাইলস্টোন তৈরি করতে চলেছে 'বাওয়াল'। প্রথম ভারতীয় সিনেমা হিসেবে 'বাওয়াল'-এর স্ক্রিনিং হবে আইফেল টাওয়ারে (The Eiffel Tower)! এই ছবি দেখানো হবে সালে গুস্তাভ আইফেলে (Gustave Eiffel Reception Room)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেপথ্যে রম-কমের গল্প বলবে 'বাওয়াল'। দর্শকদের ভার্চুয়ালি নিয়ে যাওয়া হবে ইউরোপে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিংকভিলা এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, 'প্রথম ভারতীয় ছবি হিসেবে বাওয়াল-এর প্রিমিয়র হবে আইফেল টাওয়ারে। প্রদর্শিত হবে অসাধারণ সালে গুস্তাভ আইফেলে। ব্যাকড্রপে থাকবে প্যারিস শহরের অসাধারণ প্যানোরামিক ভিউ। বরুণ, জাহ্ণবী, সাজিদ ও নীতেশ প্রিমিয়রে হাজির থাকবেন। ফরাসি প্রতিনিধিদের সঙ্গেও হাজির থাকবেন চলচ্চিত্র উৎসাহীরাও।' নীতেশ তিওয়ারির পরিচালনায় নাদিদওয়ালা গ্র্যান্ডসন্স এই ছবির প্রযোজনায়। ২০২০ সালে ওয়াল'-এর ঘোষণা করা হয়েছিল। প্রোডাকশনের কাজ শেষ হয়ে গিয়েছিল গতবছর জুলাইয়ে।


আরও পড়ুন: WATCH | Ranveer Singh And Keerthy Suresh: রণের 'কীর্তি'কলাপ; প্রকাশ্যে ভিডিয়ো, চর্চায় জুটির কেমিস্ট্রি


জাহ্ণবীকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছে গতবছর। 'মিলি' ও 'গুডলাক জেরি'তে অভিনয় করেছিলেন শ্রীদেবী কন্যা। এরপর জাহ্ণবীকে দেখা যাবে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'তে। টলিউডেও ডেবিউ করবেন জাহ্ণবী। এনটিআর জুনিয়রের সঙ্গে 'দেবারা'তে অভিনয় করবেন তিনি। বরুণকে শেষবার সিলভার স্ক্রিনে দেখা গিয়েছে 'ভেড়িয়া'র হাত ধরে। এবার বরুণকে দেখা যাবে আমেরিকান স্পাই থ্রিলার ওয়েব সিরিজ 'সিটাডেল'-এর ভারতীয় সংস্করণে। বরুণের সঙ্গে পর্দায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)