অতিসঙ্কটজনক সৌমিত্র, চলছে দ্বিতীয় দফার ডায়ালিসিসের প্রস্তুতি
তাঁর সেপসিস রয়েছে। যদিও তা নিয়ন্ত্রণে। লিভার এবং অন্যান্য অর্গান আপাতত মোটের উপর কাজ করছে। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে তাঁকে রেখে দেওয়া হয়েছে। এখন তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ। স্নায়ু সমস্যা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। আজ ফের ডায়ালাইসিস। ইতিমধ্যেই দ্বিতীয়বার ডায়ালাইসিস করার প্রস্তুতি শুরু হয়েছে। হিমোগ্লোবিন আরও কমে গিয়েছে আজ। সেই কারণে ফের আজ বৃহস্পতিবার ব্লাড ট্রান্সফিউশন সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। তাঁর সেপসিস রয়েছে। যদিও তা নিয়ন্ত্রণে। লিভার এবং অন্যান্য অর্গান আপাতত মোটের উপর কাজ করছে। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে তাঁকে রেখে দেওয়া হয়েছে। এখন তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ। স্নায়ু সমস্যা রয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের
সাড়া দেওয়ার সূচক হাসপাতালের দাবি অনুযায়ী ১০-১১। আজ একবার চোখ খোলার চেষ্টা করেছেন বলে দাবি কর্তৃপক্ষের। প্রথম ডায়ালিসিস বুধবার হয়েছিল। আরও একবার ডায়ালাইসিস করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইউরিন আউটপুট হচ্ছে। ইউরিয়া ক্রিয়েটিনিন সামান্য ভাল গতকালের তুলনায়। ২২ দিন হল আইসিইউ সাপোর্ট রয়েছেন প্রবীণ অভিনেতা। সবশেষে মেডিকেল বোর্ড জানিয়েছে, "সবমিলিয়ে অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা"