দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

রাজ্যপাল বলেছেন, রাজ্যে সন্ত্রাসবাদীদের জাল ছড়িয়ে পড়ছে।

Updated By: Oct 29, 2020, 01:52 PM IST
দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় দু'দিনের 'অফিসিয়াল ভিজিটে' দিল্লি গিয়েছেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করার কথা তাঁর। কথা মতো দেখাও করেছেন। কিন্তু অমিত শাহের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তা তিনি ব্যক্ত করতে রাজি হননি।

যদিও দিল্লিতে তিনি একটি সাংবাদিক বৈঠকও করেছেন। এবং সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানে যা বললেন, তার মর্মার্থ হল, এ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। রাজনৈতিক হিংসা ও মৃত্যু দিন দিন বাড়ছে। মুখ্যমন্ত্রীকে তিনি বিষয়টি একাধিকবার জানিয়েছেন।  কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটেনি। পুলিশ প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয়। আমলারাও নিষ্ক্রিয়। রাজ্যে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকারও। শুধু তাই নয়, রাজ্যপাল বলেছেন রাজ্যে সন্ত্রাসবাদীদের জাল ছড়িয়ে পড়ছে। মুর্শিদাবাদকে আলকায়দার আঁতুড়ঘর হিসেবেও চিহ্নিত করেছেন তিনি।

এর পরে রাজ্যপাল বিশেষ সফরে দার্জিলিং যাবেন।

আরও পড়ুন: প্রথম টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরাই, নামের তালিকা চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর

.