Mithilesh Chaturvedi, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত 'কোই মিল গয়া'র 'সত্য' মিথিলেশ চতুর্বেদী। বুধবার মুম্বই-এর কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেতার জামাই আশিস চতুর্বেদী। মিথিলেশ চতুর্বেদীর অভিনীত ধারাবাহিকের বেশকিছু ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আশিস লেখেন, 'আমার মনে হয়, এই বিশ্বের সবথেকে ভালো বাবা তুমিই ছিলে। আমায় জামাই হিসাবে তুমি কোনওদিনই দেখোনি, আমায় নিজের ছেলের মতোই ভালোবাসা দিয়েছ। ঈশ্বর আপনার আত্মাকে শান্তি দিন।' মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। অভিনেতা রেখে গেলে স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্ষীয়ান নাট্য অভিনেতা অনিল রাস্তোগি, যিনি কিনা লখনউ-এর নাট্যদল 'দর্পণ'-এ মিথিলেশ চতুর্বেদীর সঙ্গে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনিও তাঁর মৃত্য়ুর কথা নিশ্চিত করেছেন। অনিল রাস্তোগি সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানান, 'তিনদিন আগেই মিথিলেশ হৃদরোগে আক্রান্ত হয়েছিল। এরপর হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।' পরিচালক হনসল মেহতা প্রয়াত অভিনেতার ছবি শেয়ার করে লিখেছেন 'আপনার আত্মার শান্তি কামনা করছি মিথিলেশজী'।  


আরও পড়ুন-কোরিয়ান 'হাওয়া'য় কাঁপছে বাংলাদেশ



আরও পড়ুন-স্ক্যান্ডাল, এমএমএস আর সেলেব-সুন্দরীরা...




তব শুধু 'কোই মিল গয়া' নয়, বেশকিছু হিন্দি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। 'গদর এক প্রেমকথা', 'ফটা পোস্টার নিকলা হিরো', 'রেডি', 'কৃষ', 'তাল', 'ফিজা', 'হল্লা বোল', 'গান্ধী মাই ফাদার', রোড-র মতো ছবিতে চরিত্রাভিনেতা হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তবে রূপোলি পর্দার থেকে নাট্যাভিনেতা হিসাবেই বেশি পরিচিতি পেয়েছেন মিথিলেশ চতুর্বেদী। টেলিভিশনের পর্দাতেও জমিয়ে অভিনয় করেছেন,  'আহাট' 'পটেয়ালা বেবস'-এ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। 'স্ক্যাম ১৯৯২'-তে রাম জেঠমালানির ভূমিকায় দর্শক তাঁর অভিনয়ের প্রশংসা করেছে। অমিতাভ বচ্চন-আয়ুষ্মান খুরানা অভিনীত 'গুলাবো সিতাবো' ছবিতে শেষবার দেখা গিয়েছে মিথিলেশ চতুর্বেদীকে। খুব শীঘ্রই ওয়েব শো 'তাল্লি জোদ্দি'তে দেখা যাবে মিথিলেশ চতুর্বেদীকে। 


প্রসঙ্গত, ১৯৫৪ সালে ১৫ অক্টোবর উত্তরপ্রদেশের লখনউ-এ জন্ম হয়েছিল মিথিলেশ চতুর্বেদী। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)