প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর
প্রয়াত হলেন অভিনেতা। রেখে গেলেন ছেলে কুণাল কাপুর, কারণ কাপুর এবং মেয়ে সঞ্জনা কাপুরকে
নিজস্ব প্রতিবেদন : প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। প্রসঙ্গত, ২০১৪ সালে বুকে সংক্রমণ হয় শশী কাপুরের। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেন শশী কাপুর। দাদা রাজ কাপুরের আগ এবং আওয়ারা সিনেমায় অভিনয় দিয়ে বলিউডে পা রাখেন শশী কাপুর। এরপর দিওয়ার, সত্যম শিবম সুন্দরম, কাভি কাভি, সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন বলিউডের এই অভিনেতা। পরিসংখ্যান বলছে, কমপক্ষে ১৬০টি সিনেমায় অভিনয় করেছেন শশী কাপুর। প্রযোজনা করেন, কলিযুগ, উত্সব, জুনুন সহ একাধিক সিনেমার। অভিনয়ের জন্য ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি ২০১০ সালে লাইফটাইম অ্যাচিভমেন্টও পান শশী কাপুর।
বর্ষিয়ান অভিনেতার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা বলিউড।