চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কুমকুম
নাভেদ জাফরি শেয়ার করেন খবর
নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী কুমকুম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। নিজের ট্যুইটার হ্যান্ডলে বর্ষীয়ান অভিনেত্রী কুমকুমের মৃত্যুর খবর জানিয়ে ট্যুইট করেন নাভেদ জাফরি। মাদার ইন্ডিয়া, নয়া দওর-সহ একাধিক সিনেমায় অভিনয় করেন কুমকুম। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ শিল্পী মহল।
মাদার ইন্ডিয়া, নয়া দওর-এর পাশাপাশি কভি আর কভি পার, উজালা, কোহিনূর, রাজা অউর রউনক-সহ একাধিক ছবিতে অভিনয় করেন কুমকুম।
বলিউডের অ্যাকশন ডিরেক্টর পারভেজ খানের মৃত্যুর খবর পাওয়া যায় সোমবার। খিলাড়ি, এজেন্ট বিনোদ, বাজিগর, বদলাপুর, অন্ধাধুন-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেন পারভেজ খান। মাত্র ৫৫ বছরেই শেষ হয়ে যায় পারভেজ খানের জীবন। অ্যাকশন ডিরেক্টরের মৃত্যুর পর শোকবার্তা জানিয়ে ট্যুইট করেন রাজীব খান্ডেলওয়াল, মনোজ বাজপেয়ীরা। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফের বলিউড হারাল আর এক অভিনেত্রীকে।