নিজস্ব প্রতিবেদন : গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতেই সার্দান অ্যাভিনিউ-এর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে সঙ্গীত শিল্পীকে। হাসপাতাল সূত্রে খবর শিল্পীর স্ট্রোক হয়েছে। জানা যাচ্ছে, গায়িকার ইউরিন ইনফেকশন ধরা পড়েছে। এছাড়াও তাঁর বার্ধক্যজনিত বেশকিছু সমস্যা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে নির্মলা মিশ্রের পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলেই খবর। রবিবার সকালে সঙ্গীতশিল্পীর সিটি স্ক্যান করা হয়েছে, যার রিপোর্ট বিকেলে মিলবে। হাসপাতালে নির্মলা মিশ্রের সঙ্গে রয়েছেন তাঁর ছেলে।


আরও পড়ুন-''মৃত্যুর পর আমার চিতাভস্ম গঙ্গায় ভাসিও না'', কবিতায় বললেন Kangana Ranaut


প্রসঙ্গত, গত জুলাই মাসেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মলা মিশ্র। সেসময় তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তারপর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। প্রত্যেকবারের মতো এবারও নির্মলা মিশ্র সুস্থ হয়ে হাসি মুখেই বাড়িতে ফিরেবেন বলে প্রার্থনা করছেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ। 


'ও তোতা পাখি রে', 'এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না', 'তোমার আকাশ দুটি চোখে' সহ একাধিক কালজয়ী গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন নির্মলা মিশ্র।