ওয়েব ডেস্কঃ তিনি কিং খান। তিনি বলিউডের বাদশা। তিনি যেখানেই পা রাখেন সেহখানেই তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় করে থাকে তাঁর হাজার হাজার ভক্ত। কিন্তু এসবের মধ্যেও ভূজ-এ কিং খানের ওয়েলকামটা সুখকর হলো না। ১ ফেব্রুয়ারি রয়িস ছবির শুটিংয়ের জন্য কনিষ্ঠ পুত্র আব্রামকে নিয়ে ভূজে পৌঁছন শাহরুখ খান, সঙ্গে ছিলেন ছবির নায়িকা মাহিরা খান। তাদের বিমানবন্দরে দেখেই প্রতিবাদ শুরু করেন বিশ্ব হিন্দু পরিষদের বেশ কিছু সমর্থক। তাদের দাবি, ভূজে শাহরুখ খানের ‘রয়িস” ছবির শুটিং বন্ধ করতে হবে।


বিতর্কের পর অনেক দিন কেটে গেলেও অসহিষ্ণুতা বিষয়ে মুখ খোলার খেসারত এখনও দিতে হচ্ছে কিং খানকে। শুধু বিমানবন্দরে শ্লোগান দিয়েই শান্ত থাকেননি বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা। জেলাশাষকের কাছে লিখিত স্মারকলিপি জমা দিয়ে শুটিংয়ের অনুমতি ফিরিয়ে নেওয়ার দাবি জানায়। জেলাশাষকের দফতরের বাইরেও বিক্ষোভ দেখাতে শুরু করে। এবিষয়ে গুজরাটের বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘এই দেশ শাহরুখ খানকে নাম, খ্যাতি, অর্থ সব দিয়েছে। তা সত্বেও তিনি যদি এখানে অসহিষ্ণুতা দেখতে পান তবে বিশ্ব হিন্দু পরিষদ ওকে ক্ষমা করবে না। পাকিস্তানে যখন হিন্দু মন্দির ভাঙা হয় তখন তো তিনি সেখানে অসহিষ্ণুতা দেখতে পান না।'