জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: ট্যুইটারে এই মুহূর্তে ট্রেন্ডিং 'বয়কট' (Boycott)। একের পর এক বলিউড (Bollywood) সিনেমা নানান কারণে বয়কট করছে নেটিজেনরা। পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত হয়ে রয়েছেন পরিচালক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি আমির খান (Aamir Khan) ও কারিনা কাপুর খান (Karrena Kapoor Khan) অভিনীত 'লাল সিং চাড্ডা'-র (Laal Sigh Chaddha) বয়কটকে ঘিরে চলছে জোর জল্পনা। ইতিমধ্যেই এই বয়কট ট্রেন্ডের সমালোচনা করেও সংবাদমাধ্যমে মুখ খুলেছে ইন্ডাস্ট্রির অনেকেই। এ বার লাল সিং চাড্ডার পর বয়কটের তালিকায় নাম উঠল বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) অভিনীত 'লাইগার' (Liger) সিনেমা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনন্যা পাণ্ডে ও বিজয় অভিনীত ‘লাইগার’ ছবিটির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হওয়ার কথা দক্ষিণী তারকার। ২৫ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। তবে মুক্তির দুদিন আগেই বয়কটের ডাক দিল নেটিজেনদের একাংশ। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এ বার এই বিষয় মুখ খুললেন খোদ বিজয়। সংবাদমাধ্যমের কাছে তিনি পরিস্কার জানিয়েছেন, 'কোনও কিছুতেই ভয় পাচ্ছি না। মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে। সকলের ভালবাসা সঙ্গে আছে। দেখে নেব কে থামাতে পারে।' 


আরও পড়ুন: Laal Sing Chaddha : দেশে বয়কট, বিদেশে সবচেয়ে বড় হিট আমিরের 'লাল সিং'
 
অভিনেতা আরও বলেছেন, 'আমি এই খানে পৌঁছানোর জন্য অনেক সংগ্রাম করেছি। আমি যখন কম বয়সী ছিলাম, আমাকে সেই সময় সম্মান এবং অর্থের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার কাছে টাকা ছিল না, আমি আমার প্রথম কাজ বিনামূল্যে করেছিলাম। আমার প্রথম বক্স অফিসে হিট করা ছবি ‘অর্জুন রেড্ডি’ মুক্তি পায়। মানুষ আমাকে আমার কাজের জন্য চেনে।'  


লাইগার ছবিটি বয়কটের নেপথ্য কারণ হিসেবে কার্যত উঠে এসেছে লাল সিং চাড্ডা বয়কটের বিষয়টি। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে লাল সিং চাড্ডা ছবিটিকে নিয়ে কিছু বিবৃতি দিয়েছিলেন তারকা। তিনি বলেছিলেন, 'একটি ফিল্ম বয়কট করার সিদ্ধান্ত নিয়ে আপনি শুধুমাত্র আমির খানকে প্রভাবিত করছেন না। আপনি হাজার হাজার পরিবারকে প্রভাবিত করছেন যারা এর ফলে তাদের কাজ হারাচ্ছে। আমির স্যার এমন একজন অভিনেতা যিনি দর্শকদের হলে টেনে আনেন। আমি জানিনা কেন এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। এটি বড় মাপের ছবি।'


আরও পড়ুন: Boycott Trend: এখন তো সত্যজিৎ ‘গণশত্রু’ বানাতেও বেগ পেতেন! বহিরাগত বয়কটে সরব টলিউড  


এই একই ঘটনা কিছুদিন আগেই ঘটেছে ঋত্বিক রোশানের ‘বিক্রমভেদা’ ছবিকে কেন্দ্র করে। বয়কট করা ছবির স্বপক্ষে কোন মন্তব্য করলেই তাঁর ছবির উপর ঝরছে ক্ষোভ। পুরী জগন্নাথ পরিচালিত এই ছবিটি হিন্দি, মালায়লম, তেলেগু, তামিল, এবং কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে। এত কিছুর পরও বক্স অফিসে কতখানি ম্যাজিক দেখাতে পারে এই ছবি সেটাই এখন দেখার।


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)