নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে করোনা আবহের মাঝেই বৃহস্পতিবার সকলে এসেছে আরও একটি দুঃসংবাদ। বিশাখাপত্তনমের রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্য়াস লিকের ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের, অসুস্থের সংখ্যাটা প্রায় কয়েক হাজার। ভয়াবহ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, স্বস্তিকা, রুক্মিণী মৈত্র সহ আরও অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ''এমন একটা দুঃখজনক ঘটনার খবর ভীষণই হৃদয়বিদারক। ভাইজাগ গ্যাস লিকের যে ছবি দেখছি তা মনকে চঞ্চল করে তুলেছে। যাঁরা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের জন্য প্রার্থনা করছি। আর যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদেরকে ঈশ্বর শক্তি দিন।''



সাংসদ অভিনেতা দেব লিখেছেন, ''জানি না কী হচ্ছে। ঈশ্বর ওনাদের সঙ্গে যেন থাকেন। ভাবিনি এক জীবনে এতকিছু দেখতে হবে। ঈশ্বর ওনাদের রক্ষা করুন।''



অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ''কী ভয়ঙ্কর একটা ঘটনার খবর শুনলাম। প্রার্থনা করছি সকলের জন্য''।



অভিনেত্রী রুক্মিণী মৈত্র লিখেছেন, ''ভীষণই দুঃখজনক ঘটনা। সকলের জীবন যেন এখন এগুলিই সঙ্গী হয়ে গিয়েছে। শুধুই প্রার্থনা করে চলেছি। ভীষণই খারাপ একটা ঘটনা।''



বৃহস্পতিবার বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনা যেন ভোপাল গ্যাস দুর্ঘটনার ভয়াবহ স্মৃতির কথাই আরও একবার মনে করিয়ে দিচ্ছে। জানা যাচ্ছে, কারখানাটির মূল সংস্থা দক্ষিণ কোরিয়ার এলজি কেম।  রক্ষণাবেক্ষণের অভাবেই বিষাক্ত স্টাইরিন গ্যাস বুধবার রাত ২.৩০ নাগাদ লিক হতে শুরু করে বলে জানিয়েছে পুলিস। উদ্ধারকারীরা খবর পেয়ে পৌঁছতেই রাস্তাঘাটে স্থানীয়দের জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। 


আরও পড়ুন-ভাইজাগ গ্যাস লিক, উদ্বিগ্ন বলিউড তারকারা