ভাইজাগ গ্যাস লিক, উদ্বিগ্ন বলিউড তারকারা
ভয়াবহ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকারাও।
নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপে গোটা দেশে লকডাউন। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে এল ভয়াবহ দুর্ঘটনার খবর। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রায়ায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্য হয়েছে বহু মানুষের। অসুস্থ হয়েছেন আরও অনেকেই। ভয়াবহ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকারাও।
অনুপম খের লিখেছেন, ''এভাবে মৃত্যুর খবর ভীষণই দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন তাঁদের জন্য় প্রার্থনা করছি। '' করণ জোহর লিখেছেন, ''এমন খবর ভীষণই বেদনাদায়ক। প্রার্থনা করছি।'' অভিনেত্রী ভূমি পেডনেকর লিখেছেন, ''বিশাখাপত্তনমে গ্যাস লিকের খবর খুবই দুঃখজনক। প্রার্থনা করছি, যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁরা যেন সুস্থ হয়ে ওঠেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।''
আর পড়ুন-''টেনশন নিয়ে আমি রোজ মরি-বাঁচি'' তবুও মুখে ''ভালো আছি'', মধ্যবিত্তের কথা বললেন রুদ্রনীল
Deeply pained to hear about the Visakhapatnam Gas Leak. I’m praying for the safety and well-being of everyone there. Condolences to the families of the victims.
— bhumi pednekar (@bhumipednekar) May 7, 2020
Saddened and pained to know of the #Vishakapatnam gas leak...prayers.......
— Karan Johar (@karanjohar) May 7, 2020
Deeply saddened by the death of #VizagGasLeak victims. My heart goes out to their families. My heartfelt condolences. I am praying for the people affected by this tragedy.
— Anupam Kher (@AnupamPKher) May 7, 2020
এছাড়া সানি দেওল, রণদীপ হুদা, লারা দত্ত, কার্তিক আরিয়ান, অনুষ্কা শর্মা সহ আরও অনেক তারকাই বিশাখাপত্তনমের এই ভয়াবহ গ্যাস দুর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন।
Disturbed and Heartbroken #Visakhapatnam #VizagGasTragedy
— Kartik Aaryan (@TheAaryanKartik) May 7, 2020
Praying for Vizag. . Distressing to read the stories emerging in the aftermath of the #LGPolymers gas leak.
— Lara Dutta Bhupathi (@LaraDutta) May 7, 2020
My heart goes to all the people affected by thie #VizagGasLeak. I hope measures are taken really soon to get things under control. Speedy recovery to all those who’ve suffered in this tragic incident. Stay safe everyone #VizagGasLeak #Vishakhapatnam
— Randeep Hooda (@RandeepHooda) May 7, 2020
Really sad to know about the precious lives lost in Vizag due to the #VizagGasLeak . Prayers with the families who lost their loved ones n wishing a speedy recovery to the ones who are hospitalised. VIZAG we are with you
— sonu sood (@SonuSood) May 7, 2020
Deeply pained to hear about the tragic gas leak in Vishakhapatnam. I pray for the well being of all. My deepest condolences to the families of the deceased.#Vishakhapatnam
— Sunny Deol (@iamsunnydeol) May 7, 2020
Shocked to hear about the gas leak at Visakhapatnam. My heart goes out to the people of the city and I pray for the well-being of all. Deepest condolences to the families of the deceased.
— Anushka Sharma (@AnushkaSharma) May 7, 2020
Saddened by the tragic gas leak incident in Vizag. Heartfelt condolences to the bereaved families who lost their loved ones. Prayers for quick and complete recovery of those hospitalised. Stay strong.
— Hrithik Roshan (@iHrithik) May 7, 2020
Extremely saddened to hear about the Visakhapatnam Gas Leak. Praying for everyone’s safety there. Condolences to the families of the victims.#VizagGasLeak
— Ayushmann Khurrana (@ayushmannk) May 7, 2020
Deeply saddened by the news of the #VizagGasLeak. My heartfelt condolences to the families who lost their loved ones and praying for the speedy recovery of the ones suffering.
— Anil Kapoor (@AnilKapoor) May 7, 2020
The news about the #VizagGasLeak is so heartbreaking. Prayers and strength for all those affected.
— Shraddha (@ShraddhaKapoor) May 7, 2020
Its really sad that the people of Vizag have to face this situation, while already fighting another one. More power to those fighting the gas leak & praying for a speedy recovery of the ones affected. Stay safe & strong.#VizagGasLeak
— Sidharth Malhotra (@SidMalhotra) May 7, 2020
বৃহস্পতিবার বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনা যেন ভোপাল গ্যাস দুর্ঘটনার ভয়াবহ স্মৃতির কথাই আরও একবার মনে করিয়ে দিচ্ছে। জানা যাচ্ছে, কারখানাটির মূল সংস্থা দক্ষিণ কোরিয়ার এলজি কেম। রক্ষণাবেক্ষণের অভাবেই বিষাক্ত স্টাইরিন গ্যাস বুধবার রাত ২.৩০ নাগাদ লিক হতে শুরু করে বলে জানিয়েছে পুলিস। উদ্ধারকারীরা খবর পেয়ে পৌঁছতেই রাস্তাঘাটে স্থানীয়দের জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুন-লকডাউনে টিভি খারাপ হয়ে গিয়েছেন, তা নিয়েই জোর ঝগড়া কৌশিক ও রেশমি সেনের, সামাল দিলেন ঋদ্ধি
বিশাখাপত্তনমে গ্যাস লিক কাণ্ডের পরেই জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে আলোচনা করেন তিনি। এছাড়া অন্ধ্রপ্রদেশের সরকারকে এ বিষয়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।