নিজস্ব প্রতিবেদন : ‘সা রে গা মা পা’-র মঞ্চ থেকেই তিনি দর্শক ও শ্রোতার মন জয় করে নেন। কখনও কীর্তনের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করেন, আবার কখনও তাঁর নিষ্পাপ চোখ, মুখ এবং সুরেলা কণ্ঠ দিয়ে আপামর বাঙালির মনে জায়গা করে নেন। বুঝতেই পারছেন, অদিতি মুন্সির কথাই বলা হচ্ছে। আর এবার অদিতি মুন্সি এবার কি করলেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিয়ে করলেন অদিতি মুন্সি, দেখুন


জন্মাষ্টমীতে এবার কৃষ্ণের ‘অষ্টতর শতনাম’ গাইলেন অদিতি মুন্সি। ইতিমধ্যেই বাঙালি কন্যার এই কৃষ্ণের ‘অষ্টতর শতনাম’ ইউটিউবে পাওয়া যাচ্ছে। আর অদিতির ওই গান শুনে কেউ বলছেন ‘অসাধারণ’ আবার কেউ বলছেন ‘অপূর্ব’। আবার কেউ কেউ অদিতি মুন্সির এই গান ‘অবিরাম চলুক’ বলেও জানিয়েছেন। সবকিছু মিলিয়ে কৃষ্ণের জন্ম তিথিতে আবারও শ্রোতাদের মন জয় করে নিলেন অদিতি মুন্সি।


আরও পড়ুন : বধূবেশে অদিতি মুন্সি, রাই কিশোরীর রিসেপশনের ছবি দেখেছেন


শুনুন অদিতি মুন্সির সেই গান...


 



২০১৮ সালের প্রথম দিকেই সাতপাকে বাঁধা পড়েন ‘রাই কিশোরী’। অদিতি মুন্সির বিয়ের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। শুধু বিয়ে নয়, ‘রাই কিশোরী’-র রিসেপশনের ছবি নিয়েও মানুষের মধ্যে উত্তেজনা চোখে পড়ে। বিয়ের পর কেমন করে জামাই ষষ্ঠী কাটান অদিতি মুন্সি, চটপট ভাইরাল হয়ে যায় সেই ছবিও।