নিজস্ব প্রতিবেদন : করোনা রুখতে গোটা দেশ জুড়ে চলবে ২১ দিনের লকডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই ঘোষণার পরই হৃত্বিক রোশনের বাড়িতে হাজির হন সুজান খান। ছেলেদের সঙ্গে একসঙ্গে সময় কাটাবেন বলে প্রাক্তন স্ত্রী সুজানকে নিয়ে নিজের বাড়িতে আসেন বলিউড অভিনেতা। লকডাউনের জেরে হৃত্বিক-সুজানের সম্পর্ক কি ফের জোড়া লাগতে শুরু করেছে, এমন প্রশ্নই উঠতে শুরু করে বিভিন্ন মহলে। এসবের মধ্যে ফের ভাইরাল হল রোশন পরিবারের আরও একটি খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সন্তানদের কাছে ফিরতে চাই, হাসপাতালের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন কণিকা




জানা যাচ্ছে, ছেলে রেহানের জন্মদিন এবার এক ছাদের নীচে পালন করলেন হৃত্বিক, সুজান। বিচ্ছেদের পর থেকে ছেলের জন্মদিন একযোগে পালন করলেও, এক ছাদের নীচে হাজির হয়ে এই প্রথম রেহানের জন্মদিনের কেক কাটলেন হৃত্বিক রোশন এবং সুজান খান। শুধু তাই নয়, রেহানের জন্মদিনের কেক কাটার সময় রাকেশ রোশন, পিঙ্কি রোশন, সুনয়না রোশন, পশমিনা রোশন-সহ পরিবারের অন্যদেরও ভিডিয়ো কলের মাধ্যমে সেলিব্রেশনে যোগ করেন। ফলে লকডাউনের মধ্যেও রোশন পরিবার এক হয়ে হৃত্বিকের ছেলের জন্মদিনে হই হুল্লোড় করেন।