নিজস্ব প্রতিবেদন: 'দুপুর ঠাকুরপো'র ঝুমা বৌদির চরিত্রে ঝড় তোলার পর আপাতত হিন্দি ধারাবাহিক 'নজর'-এ ডাইনির চরিত্রে দেখা দিয়েছেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস। ধারাবাহিকের নানান ভিডিও থেকে শুরু করে মাঝে মধ্যেই সোশ্যাল সাইটে বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা যায় 'বিগবস'-এর ধারাবাহিকের প্রাক্তন এই প্রতিযোগীকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, সলমন খানের 'কিক' ছবি জে ম্যায়নু প্যায়ার না মিলে' গানের সঙ্গে নাচতে দেখা দেখা মোনালিসাকে। ভিডিওটি পোস্ট করে ক্যাপশানে মোনালিসে লেখেন তিনি কোরিওগ্রাফারের সঙ্গে রিহার্সাল করছিলেন। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। 


আরও পড়ুন-ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর? কেমন আছেন জানালেন মেয়ে ঋদ্ধিমা




এই গানের নাচে মোনালিসাকে যে বেশ হট দেখাচ্ছিল তা বলাই বাহুল্য। এই ভিডিওটি পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই এটার কয়েক লক্ষ ভিউ হয়ে যায়। তবে এই প্রথম নয়, এর আগে নিজের নৃত্যভঙ্গীতে বহু পুরুষের মনে ঝড় তুলেছেন মোনালিসা। বিশেষকরে 'দুপুর ঠাকুর পো'-ঝুমা বৌদির চরিত্রে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।


আরও পড়ুন- শাহরুখের 'মন্নত'ই পছন্দ দীপিকার, তাই তেমনই একটি বাড়ির খোঁজ চালাচ্ছেন রণবীর!