নিজস্ব প্রতিবেদন : সানি লিওনের বড় ভক্ত তিনি। সেই কারণে নিজেকে সানি লিওন বলতেই পছন্দ করেন ভোজপুরি এই অভিনেত্রী। শুধু তাই নয়, নিজের নাম-ও পালটে ফেলেছেন এই অভিনেত্রী। একটু খটকা লাগছে শুনে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মেয়ে আরাধ্যার ছোটবেলা নাকি এক্কেবারে 'নষ্ট' করে দিচ্ছেন ঐশ্বর্য?


তাহলে দেখুন এই ভিডিও...


 



এবার তাহলে খুলে বলা যাক বিষয়টি। স্ক্রিনে যাঁকে দেখতে পাচ্ছেন তিনি ভোজপুরি অভিনেত্রী পল্লবী সিং। কিন্তু, সানি লিওন ওরফে করণজিত সিংয়ে মুগ্ধ তিনি। সেই কারণে নিজেকে বিহারের সানি লিওন বলে দাবি করেন পল্লবী সিং ওরফে ‘সানি সিং’। আর এবার সেই সানি সিং-এর ‘দারু বিহার মে’ যেন আগুন ধরিয়ে দিল ইন্টারনেটে।


আরও পড়ুন : সম্পর্কে ভাঙন! টেনিস সুন্দরীর পরিবারে বিচ্ছেদের ছায়া


গত ১৬ মে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘দারু বিহার মে’। কিন্তু, মুক্তির পাওয়ার পর থেকে এ পর্যন্ত পল্লবী সিংয়ের ওই বিহারি আইটেম নম্বরের ভিউয়ার্স ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই পল্লবীর ‘দারু বিহার মে’-তে ২২৬,৮৩৫ ভিউস হয়েছে। ‘দারু বিহার মে’-তে পল্লবী সিংয়ের সঙ্গে দেখা যাচ্ছে রিসব কাশ্যপ নামে আরও এক বিহারি অভিনেতাকে।