নিজস্ব প্রতিবেদন: মুক্তির আগেই বিতর্ক শুরু হয় তানাজি নিয়ে৷ অজয় দেবগণের সিনেমা নিয়ে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু তার মধ্যেই ফের নতুন করে চর্চা শুরু হয়েছে তানাজি নিয়ে৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : হৃত্বিকের সঙ্গে সময় কাটাচ্ছেন দীপিকা, ভাইরাল ছবি ঘিরে জোর গুঞ্জন
বিষয়টি খুলেই বলা যাক তাহলে৷ সম্প্রতি (Kapil Sharma) কপিল শর্মার শোয়ে হাজির হন (Ajay Devgn) অজয় দেবগণ ও টিম তানাজি৷ সেখানে শোয়ের পর ব্যাক স্টেজে কপিল শর্মা ক্যামেরার সামনে বলতে শুরু করেন, সবাই (Tanhaji) তানাজি দেখতে সিনেমা হলে যান৷ বিশেষ করে পঞ্জাবের মানুষ, অমৃতসরের মানুষ অবশ্যই তানাজি দেখুন৷ কপিলের প্রমোশনের পরই সেখানে হাজির হন অজয় দেবগণ৷ সিনেমার প্রমোশনের জন্য কপিলের হাতে (Money) ১২০০ টাকা গুঁজে দিয়ে দেখা যায় অজয় দেবগণকে ৷ যদিও গোটা ভিডিয়োটি শ্যুট করা হয়েছে একেবারে মজার ছলে৷ 
দেখুন কপিল শর্মা এবং অজয় দেবগণের সেই ভিডিয়ো...


 



তবে ভিডিয়োটি যতই মজা করেই শ্যুট করা হোক না কেন, তা প্রকাশ্যে আসার পরপরই ভাইরাল হয়ে যায়৷


আরও পড়ুন : নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে 'অশালীন' মন্তব্য, গ্রেফতার অভিনেত্রী পায়েল রোহতগি
সম্প্রতি তানাজির প্রমোশনের জন্য বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় অজয় দেবগণ এবং কাজলক৷


 



প্রসঙ্গত, এই সিনেমায় তানাজি মালুসরের ভূমিকায় দেখা যায় অজয় দেবগণকে৷ (Kajol) কাজলকে দেখা যাবে তানাজির স্ত্রী সাবিত্রীবাইয়ের ভূমিকায়৷ অন্যদিকে, তানাজিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খান-কে৷ সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পরই (Saif Ali Khan) সইফ আলি খানের অভিনয় কার্যত প্রশংসা কুড়িয়ে নেয় দর্শকদের৷