নিজস্ব প্রতিবেদন : অবশেষে মুক্তি পেল ‘ধড়ক’-এর ট্রেলর। মায়ের মৃত্যুর পর ধর্মা প্রোডাকশনের হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। আর জাহ্নবীর সঙ্গে এই সিনেমায় রয়েছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খাটটার। মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর অনুকরণেই তৈরি করা হয়েছে ঈশান-জাহ্নবীর ‘ধড়ক’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : নুসরতের ইফতার পার্টি, হাজির জাহ্নবীও


ট্রেলরের শুরুতেই আপনার নজর কাড়বেন জাহ্নবী। ট্রেলরে বনি কাপুরের মেয়েকে প্রথম ঝলক দেখলেই আপনার শ্রীদেবীর কথা কিন্তু আপনার মনে পড়ে যাবে। অন্যদিকে, সিনেমায় বেশ ছাপ ফেলেছেন ঈশানও। যেমন তাঁর অভিনয় তেমনি, তাঁর ‘ডান্সিং স্টাইল’। ইরানিয়ান পরিচালক মাজিদ মাজিদির ‘বেয়ন্ড দ্য ক্লাউড’-দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয় শাহিদের ভাইয়ের। বিদেশি পরিচালকের সঙ্গে কাজ করে যেমন প্রশাংসা কুড়িয়েছেন ঈশান, তেমনি ‘ধড়ক’-এও যে তিনি বেশ জমিয়ে অভিনয় করেছেন, তা বেশ স্পষ্ট।



আরও পড়ুন : পর্নস্টার নয়, শ্রীদেবী, মাধুরীর সঙ্গে একই জায়গায় রাখুন সানিকে, হার্দিকের কথায় চাঞ্চল্য


প্রসঙ্গত করণ জহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে এই সিনেমার পরিচালনায় রয়েছেন শশাঙ্ক খৈতান। আগামী ২০ জুলাই মুক্তি পাবে জাহ্নবী, ঈশানের ‘ধড়ক’।


দেখুন ট্রেলর...