নিজস্ব প্রতিবেদন :  প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও পোস্ট।                        একমাস ধরে চলছে  নীল-তৃণার বিয়ের সেলিব্রেশন। আর মাত্র কয়েকদিন বাকি সাতপাকে বাঁধা পড়তে। বিয়ের আগে এবার নতুন ভিডিয়ো শেয়ার করেন তৃণা সাহা। যা দেখলে চমকে উঠবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণার সোশ্যাল হ্যান্ডেল লক্ষ্য করলে দেখা যাচ্ছে, তিনি একটি নতুন ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে নীলের (Neel Bhattacharya) সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। শুধু তাই নয়, পানশালায় গিয়েই নাচতে দেখা যায় দুজনকে। (Deepika Padukone) দীপিকা পাড়ুকোন-ফারহান আখতারের (Frahan Akhtar) 'কার্তিক কলিং কার্তিক'-এর 'উফ তেরি আদা'-র সুরে হিল্লোল তোলেন তৃণা। পানশালায় যখন তৃণা নাচ শুরু করেন, সেই সময় অভিনেত্রীর সঙ্গে যোগ দেন হবু স্বামী নীল। তৃণা এবং নীলের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।


আরও পড়ুন : অভিনবকে হেনস্থা রাখির? শুরু হোক #HeToo, দাবি নেট জনতার


দেখুন...


 



নীল-তৃণার (Trina Saha) ওই ভিডিয়ো দেখে তাঁদের  শুভেচ্ছা জানাতে শুরু করেন জনপ্রিয় জুটির ভক্তরা। বর্তমানে 'খড়কুটো' সিরিয়ালে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। অন্যদিকে কৃষ্ণকলিতে নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। সবকিছু মিলিয়ে টেলিভিশনের জনপ্রিয় জুটির বিয়ে নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।


আরও পড়ুন : করোনা ভ্যাকসিন নিয়ে 'জয় হিন্দ' বললেন রাম চরণের স্ত্রী


প্রসঙ্গত, বিয়ের দিনক্ষণ পাকা হওয়ার পরপরই বাগদান সেরে ফেলেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। বাগদানের পর থেকেই নীল এবং তৃণা আইবুড়োভাত খাওয়াও শুরু করে দিয়েছেন। তৃণা যেমন মামাবাড়িতে খাওয়া দিয়ে আইবুড়োভাত পর্ব শুরু করেন, তেমনি নীলকেও দেখা যায় কৃষ্ণকলির সেটে পাতপেড়ে খেতে।