নিজস্ব প্রতিবেদন: তাঁর 'ফাগুন বউ' এবার টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিয়েছে। পাশাপাশি বিক্রমের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়নও পুরস্কৃত হয়েছে টেলি অ্যাকাডেমির মঞ্চে। যে ছবি ইতিমধ্যেই নিজের সোশ্য়াল হ্যান্ডেলে শেয়ার করেন ঐন্দ্রিলা সেন। টেলি অ্যাকাডেমির মঞ্চে পুরস্কৃত হওয়ার পর জনপ্রিয় অভিনেত্রী কি করলেন জানেন?
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন ঐন্দ্রিলা। মুম্বইয়ে থাকাকালীন এই ছবি তুলেছেন বলে জানান জনপ্রিয় অভিনেত্রী। শুধু তাই নয়, মুম্বইয়ের ওই দিনগুলি তিনি 'মিস' করছেন বলেও জানান ঐন্দ্রিলা। 
দেখুন সেই ছবি...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



যদিও ওই ছবি দেখার পর সোশ্যাল সাইটে ঐন্দ্রিলাকে অনেকেই প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেন। তবে সে সব বিষয়ে একেবারেই মাথা ঘামাননি অভিনেত্রী। উলটে, ওই ছবির জন্য তাঁকে অপমান করা হলে, অভিনেত্রীর ভক্তরা এগিয়ে আসেন তাঁর হয়ে কথা বলার জন্য।