নিজস্ব প্রতিবেদন: বৌভাতের রাতে রঙ্গবতীর ধুনে নাচলেন মিমি দত্ত এবং ওম সাহানি। যেখানে বিয়ের পর ওমের সঙ্গে হাসি মুখে নাচতে দেখা যায় টেলিভিশনের জনপ্রিয় অভনেত্রীকে। মিমি যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় হু হু করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন ভিডিয়ো..


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

 


গত ৩ ফেব্রুয়ারি অভিনেতা ওম সাহানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিমি দত্ত। বৈদিক মতে বিয়ে সারেন এই জনপ্রিয় জুটি। শুভদৃষ্টি থেকে সাতপাকে ঘোরা, মালা বদল, বিয়ের আচার, নিয়ম কানুন, সবকিছুই বৈদিক রীতি মেনেই শেষ করেন ওম সাহানি এবং মিমি দত্ত। বৈদিক রীতিতে ওম-মিমির সাতপাকে বাঁধা পড়ার খবর প্রকাশ্যে আসার পর, অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন।


আরও পড়ুন : Farmers' Protest : ভারত নয়, নিজেদের দেশ নিয়ে ভাবুন রিহানারা, আক্রমণ অর্পিতার


এদিকে বিয়ের পর হালকা সবুজ রঙের শেরওয়ানি পরে বৌভাতের অনুষ্ঠানে হাজির হন ওম সাহানি। অন্যদিকে ওমের পাশে মিমিকে দেখা যায় নীল রঙের শাড়ি পরতে। নীল রঙের শাড়িতে সেজেই ওমের সঙ্গে রঙ্গবতীর ধুনে কোমর দোলাতে দেখা যায় মিমি দত্তকে। আনুষ্ঠানিক বিয়ের আগে কাগজপত্রের কাজ শেষ করে আইনি বিয়ে সেরে ফেলেন ওম-মিমি। আইনি বিয়ে সেরে, কেক কেটে সেই ছবি শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় জুটি। আইনি বিয়ের পর থেকে শুরু হয় দিন গোনার পালা। এরপর আইবুড়োভাত খেয়ে, ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিয়ে সেরে ফেলেন এই জুটি।


আরও পড়ুন : কবে আসছে Kareena-র দ্বিতীয় সন্তান? সইফের কথায় জল্পনা তুঙ্গে


এদিকে ওম-মিমির বিয়ের পর নীল-তৃণার বিয়ে নিয়েও সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। 'খড়কুটোর' গুনগুনের বিয়েতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণাকে বিয়ে করতে কখনও হুড খোলা গাড়িতে দেখা যায় নীলকে, আবার কখনও নৌকো করে বিয়ের পিঁড়িতে হাজির হতে দেখা যায় অভিনেতাকে। নীল-তৃণার বিয়ের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা অনুরাগীদের নজর কেড়ে নেয়।