নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্য়ে এল (Ragini MMS Returns) রাগিনি এমএমএস রিটার্নস সিজন টু-এর ট্রেলার৷ যেখানে (Sunny Leone) সানি লিওনের পাশাপাশি দিব্যা আগরওয়াল, বরুণ সুদ-এর রসায়ন দেখা যাচ্ছে একেবারে স্পষ্টভাবে৷
ট্রেলারে দেখা যাচ্ছে, রাগিনি শ্রফ তাঁর গার্লস গ্যাঙকে নিয়ে একটি হোটেলে হাজির হয়৷ রাগিনি শ্রফের বন্ধু বর্ষার বিয়ের আগে ব্যাচেলরেট পার্টি উপলক্ষেই রাগিনিরা হাজির হয় ওই হোটেলে৷ যেখানে হোটেলের ম্যানেজার হিসেবে দেখা যায় বরুণ সুদকে৷ কিন্তু ওই হোটেলে হাজির হয়ে রাগিনির সঙ্গে যেমন হোটেল ম্য়ানেজার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন, তেমনি গার্লস গ্য়াঙের একাধিক সদস্যের সঙ্গে কোনও না কোনও বন্ধু সম্পর্কে জড়ানোর পাশাপাশি তাঁদের অশ্লীল (MMS) এমএমএস তৈরির কাজও শুরু হয়ে যায়৷ এরপরই ওই হোটেলে অশরীরীর আনাগোনা শুরু হয়ে যায়৷ শেষ পর্যন্ত কী হবে রাগিনি শ্রফ এবং তাঁর গার্লস গ্যাঙ-এর? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : করিনার সঙ্গে কেমন ব্যবহার করেন শর্মিলা, প্রকাশ্যে শাশুড়ি-বউমার সম্পর্ক
সেই রহস্যের অবসান করতে আামী ১৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ প্রসঙ্গত, আগামী ১৮ ডিসেম্বর থেকে (Zee 5) জি ৫-এ দেখা যাবে রাগিনি এমএমএস রিটার্নস৷
দেখুন ট্রেলার...



তবে রাগিনি এমএমএস রিটার্নসের ট্রেলর মুক্তির আগে প্রকাশ্যে আসে হেলোজি৷ যেখানে আইটেম নম্বরের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় সানি লিওনকে৷


আরও পড়ুন : বিয়ের পর পতৌদি পরিবারে কেমন করে কাটত দিন, মুখ খুললেন শর্মিলা ঠাকুর
পাশাপাশি রাগিনি এমএমএস রিটার্নসের মোড়কে মোড়কে যেমন 'হরর' রয়েছে তেমনি রয়েছে, 'সেক্স'-এর ঝলকও৷ তাই এই ওয়েব সিরিজকে 'হরেক্স' বললেও কোনও ক্ষতি নেই বলেই মনে করছে বি টাউন৷