নিজস্ব প্রতিবেদন : ​মুক্তি পেল তেরি মিট্টি। যেখানে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে গিয়ে চিকিতসক, নার্সরা যেভাবে এগিয়ে আসছেন এবং দিনরাত এক করে কাজ করছেন, সেই ছবি তুলে ধরা হয়েছে। তবে তা গানের মাধ্যমে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মনোজ মুনতাসির এবং বি প্রকের এই গান এবং তার দৃশ্যায়ন দেখলে চোখে জল চলে আসবে আপনার। ভারতকে রক্ষা করতে চিকিতসক, চিকিতসা কর্মীরা যেভাবে নিজেদের পরিবারকে ভুলে কাজ করছেন, তাকেই স্যালুট জানানো হয়েছে। দেশকে রক্ষা করতে সীমান্তে লড়াই করেন জওয়ানরা। এবার কোভিড ১৯-এর লড়াই করতে সেই এক বীর সৈনিককেই পাঠানো হয়েছে, শুধু পোশাক বদল করে। 


 



করোনার থাবা থেকে মানুষকে রক্ষা করতে চিকিতসকের রূপে মানুষ ঈশ্বরের দেখা পেয়েছেন বলেও এই গানে জানানো হয়েছে কথায় কথায়। বৃহস্পতিবারই অক্ষয় কুমার জানান, শুক্রবার মুক্তি পাবে তেরি মিট্টি। সেই অনুযায়ী, শুক্রবার প্রকাশ্যে আসে এই গান।