ওয়েব ডেস্ক : পুজোয় সন্তুকে নিয়ে আবারও আসছেন কাকাবাবু। তার আগেই ক্ষণিক দেখা দিলেন তিনি। ‘‍পাহাড় চুড়োয় আতঙ্ক’‍ নিয়ে সেলুলয়েডে ফিরছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ইন্দো-বাংলাদেশ ‌যৌথ প্র‌যোজনায় তৈরি এই সিনেমার নাম ইয়েতি অভি‌যান। রবিবার প্রকাশিত হল ফিল্মের ট্রেলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তুষার মানব বা ইয়েতি আসলে হল হিমালয় অঞ্চলের কল্পিত জীব। ‘‍ইয়েতি’‍ কথার মানে ‘‍পাথুরে ভাল্লুক’‍। খানিকটা মানুষের মতই দেখতে বিশালাকৃতির ভাল্লুক। এই জীবের কথা বিভিন্ন সময় বহু হিমালয় অভি‌যাত্রীর মুখেই শোনা গেছে। নেপাল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও চিনের মানুষ ইয়েতির কথা বিশ্বাস করেন।


 আরও পড়ুন- ‘‍টয়লেটেই মর্নিং ওয়াক’‍, অক্ষয় পত্নী টুইঙ্কলের টুইটে মশকরায় নেটিজেনরা


আর পাহাড় চূড়োয় সেই রহস্যময় জীবের খোঁজেই বের হবেন কাকাবাবু ও সন্তু। সেই গল্প নিয়েই  তৈরি হয়েছে কাকাবাবুর ইয়েতি অভি‌যানের কাহিনি।  



এভারেস্টের বেস ক্যাম্পে শ্যুটিং এর অনুমতি না মেলায় এর শ্যুটিং হয়েছে সুইজারল্যান্ডের আল্পস পর্বতের ১০ হাজার ফুট উচ্চতার এক হিমবাহের উপর। গোটা ইউনিটকে হেলিকপ্টর করে স্পটে নিয়ে গিয়ে হয়েছে শ্যুটিং। তাই আপাদমস্তক গল্পটাই বেশ রোমাঞ্চকর। অবশ্য সেটা ট্রেলার দেখেই বেশ অনুমান করা ‌যাচ্ছে।