নিজস্ব প্রতিবেদন: গত দুবার জিতেছেন, এবার জিতে হ্যাটট্রিক করবেন। ফের একবার বারাসত কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়ার পর দাবি বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)র। তাঁর সাফ কথা, বিগত ১০ বছরে কোনও কাজই আটকে থাকেনি, তাই তাঁর বিরুদ্ধে কোনও বহিরাগত ইস্যু কাজ করবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার তৃণমূল প্রশাসিত বারাসত পৌরসভায় সাংবাদিক বৈঠক করেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। যদিও তাঁর সাংবাদিক বৈঠকের সময়ে অনুপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের অনেকেই। অনুপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কো অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। তবে চিরঞ্জিতের কথায়, তিনি দলের সবাইকে পাশে চান। যাঁরা বারাসত টিকিটের দাবিদার ছিলেন অথচ মনোনীত হননি, তাঁদেরও পাশে চান।


আরও পড়ুন-''মেয়েদের সম্মান করা আপনাদের ধাতে নেই'', খোলা চিঠিতে BJP-কে আক্রমণ Saayoni-র


বারাসতের (Barasat) তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)র দাবি, স্থানীয় মানুষের কোনো কাজ বিগত দশ বছরে আটকে থাকে নি, তাই তাঁর বিরুদ্ধে কোনো বহিরাগত ইস্যু কাজ করবে না। যে সামান্য কাজ বাকি আছে তাও আগামী ৫ বছরে হয়ে যাবে বলে জানান তিনি। আগামী পাঁচ বছরেও মানুষের সেবা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন চিরঞ্জিত। ৭ মার্চ ব্রিগেডে মোদীর সভায় মিঠুন চক্রবর্তীর উপস্থিত থাকার সম্ভবনার খবর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বারাসতের তৃণমূল প্রার্থী।


এদিকে এদিন মিঠুন চক্রবর্তী এদিকে শনিবারই নিজের হাতে দেওয়াল লিখন করে প্রচার শুরু করে দেন চিরঞ্জিত চক্রবর্তী।