নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুরের মেয়ে বাড়ি ফিরছেন ওখানকার মানুষ খুশিই হবেন। শুক্রবার, তৃণমূলের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর উচ্ছ্বসিত অভিনেত্রী জুন মালিয়া (June Malia)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee ২৪ ঘণ্টাকে জুন (June Malia) বলেন, ''I'm very Excited। আমি মেদিনীপুরের মেয়ে। আমি বড় হয়েছি, ছোট থেকে মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছি। আমি মহিষাদল রাজপরিবারের মেয়ে। আমি হঠাৎ করে মেদিনীপুরে গিয়ে দাঁড়িয়ে পড়ছি না। আমি নিশ্চিত আজ মেদিনীপুরের মানুষ ভীষণ খুশি হবেন, যে বাড়ির মেয়ে ফিরছে।''


আরও পড়ুন-কথা দিচ্ছি, বারাকপুর বিধানসভা কেন্দ্র জিতে দিদিকে উপহার দেব : Raj Chakraborty


এতদিন রূপালী পর্দার মাধ্যমে মানুষের কাছে পৌঁছতেন, এখন সরাসরি পৌঁছতে হবে, কী মনে হচ্ছে? উত্তরে জুন (June Malia) বলেন, ''আমরা যাঁরা দাঁড়াচ্ছি, সকলকেই কঠিন আসন দেওয়া হয়েছে।  আমাদের খেটেখুটে মানুষের কাছে পৌঁছতে হবে। আমি গর্বিত যে দিদি সেই ভরসা আমাদের উপর রেখেছেন। আমাদের লড়াইটা জোর কদমে করতে হবে।''


মেদিনীপুর আসনটা কি নিজে থেকেই বেছে নিলেন নাকি মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ( CM Mamata Banerjee) ঠিক করেছেন? জুনের উত্তর, আমি দিদিকে ভরসা করি। দিদি আমায় মেদিনীপুরে যেতে বলেছেন। শুধু জানি, আমি দিদির পাশে আছি এবং থাকব।'' জুন আরও বলেন, ''হাতে সময় খুব কম। খুব শীঘ্রই প্রচার শুরু করব। ''