WB assembly election 2021 : BJP-তে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী
(WB assembly election 2021) বিজেপিতে যোগ দিলেন `মহাগুরু` মিঠুন চক্রবর্তী।
নিজস্ব প্রতিবেদন: ইঙ্গিত ছিলই। সেই মতোই ৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে বিজেপিতে যোগ দিলেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রবিবার কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন বাংলার 'মিঠুন দা'।
প্রসঙ্গত, শনিবার Zee 24 Ghantaকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)র বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেছিলেন, ''সাধারণভাবে আমরা প্রধানমন্ত্রীর সভায় যোগদানের কর্মসূচি রাখি না। তবে আজ মিঠুনদা আসছেন। আজ মিঠুনদা দলে যোগ দিলেও দিতে পারেন। তবে এখনই নিশ্চিভাবে কিছু বলতে পারছি না। মিঠুনদা এলেই সবকিছু স্পষ্ট হবে।'' কৈলাস বিজয়বর্গীয় আরও জানান, ''হ্যাঁ, গতকাল (শনিবার) রাতে মিঠুনদা-র সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। উনি আমায় বলেছেন, মোদীজির হাত শক্ত করতে চান। মোদীজি গরিবের জন্য যে যোজনা বানাচ্ছেন সেটা ওঁর পছন্দ বলেও উনি জানিয়েছেন।'' মোদীজি বিজেপিতে যোগ দিলে ওঁকে নিয়ে আপনাদের কী ভাবনা চিন্তা রয়েছে? এপ্রশ্নের উত্তরে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ''নিশ্চয় ভাবনাচিন্তা রয়েছে। তবে উনি বলেছেন আপাতত ভোট রাজনীতিতে আগ্রহী নন। মোদীজির হাত শক্ত করতে চান।''
কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya)র কথা মতোই মোদীজির হাত শক্ত করে ব্রিগেডের ময়দানেই বিজেপির পতাকা হাতে তুলে নিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ব্রিগেডের ময়দানে তাঁকে ঘিরে উৎসাহ ছিল চোখে দেখার মতো। ব্রিগেডে শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে।