নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে মিঠুনের যোগদান নিয়ে জল্পনা ছিলই। রবিবার সেই জল্পনাই বহুগুন উসকে দিলেন কৈলাস বিজয়বর্গীয়। শুধুমাত্র উপস্থিতি নয়, আজ মোদীর হাত ধরে BJPতে যোগ দিতে পারেন মিঠুন চক্রবর্তী। Zee 24 Ghantaকে ফোনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। গতকাল মধ্যরাতে কলকাতা ঢুকেই বিজেপির বঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ করেন মিঠুন চক্রবর্তী। সেখানেই এ প্রসঙ্গে কথা হয় দু-জনের। কৈলাস বিজয়বর্গীয় জানান, গতকাল মিঠুনের কথায়, তিনি ভোট রাজনীতিতে রাজি আগ্রহী নন। তবে নরেন্দ্রমোদীর হাত শক্ত করতে চান মিঠুন চক্রবর্তী। 



এদিন Zee ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ''সাধারণভাবে আমরা প্রধানমন্ত্রীর সভায় যোগদানের কর্মসূচি রাখি না। তবে আজ মিঠুনদা আসছেন। আজ মিঠুনদা দলে যোগ দিলেও দিতে পারেন। তবে এখনই নিশ্চিভাবে কিছু বলতে পারছি না। মিঠুনদা এলেই সবকিছু স্পষ্ট হবে।'' কৈলাস বিজয়বর্গীয় আরও জানান, ''হ্যাঁ, গতকাল (শনিবার) রাতে মিঠুনদা-র সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। উনি আমায় বলেছেন, মোদীজির হাত শক্ত করতে চান। মোদীজি গরিবের জন্য যে যোজনা বানাচ্ছেন সেটা ওঁর পছন্দ বলেও উনি জানিয়েছেন।'' মোদীজি বিজেপিতে যোগ দিলে ওঁকে নিয়ে আপনাদের কী ভাবনা চিন্তা রয়েছে? এপ্রশ্নের উত্তরে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ''নিশ্চয় ভাবনাচিন্তা রয়েছে। তবে উনি বলেছেন আপাতত ভোট রাজনীতিতে আগ্রহী নন। তবে মোদীজির হাত শক্ত করতে চান।'' প্রসঙ্গত, ইতিমধ্যেই ব্রিগেডে পৌঁছে গিয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী।