দাসপুরে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে সাংসদ, অভিনেত্রী Nusrat Jahan
দাসপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়ার হয়ে নির্বাচনী প্রচার সারেন নুসরত।
নিজস্ব প্রতিবেদন : ''BJP-কে দিয়ে বিদায় জানিয়ে তৃণমূল কংগ্রেসকেই আনতে হবে। বাংলা তার মেয়েকেই চায়। বাংলার মানুষ এই বিধানসভা নির্বাচনে আবারও প্রমাণ করবেন, তাঁরা বাংলার মেয়েকেই ভালোবাসেন।'' বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল সংসদ, অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) গলায় শোনা গেল এমনই সুর। এদিন দাসপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়ার হয়ে নির্বাচনী প্রচার সারেন নুসরত (Nusrat Jahan)।
ভোটপ্রচারে গিয়ে নুসরত (Nusrat Jahan) আরও বলেন, ''বাংলার মানুষের জন্য যাঁরা কাজ করছেন, তাঁদেরকেই মানুষ ভোট দেবেন।'' এখানেই শেষ নয়, নির্বাচনী সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে নুসরতের বার্তা, ''বিজেপি কিংবা সিপিএম প্রার্থীরা যখন আপনাদের দুয়ারে আসবেন তখন তাঁদের কাছে কাজের হিসাব চাইবেন।'' এদিন তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়াকে পাশে নিয়েই ভোট প্রচার করেন নুসরত (Nusrat Jahan)।
আরও পড়ুন-মিছিল করে মনোনয়ন জমা শ্যামপুরের BJP প্রার্থী Tanusree-র
আরও পড়ুন-BJP-কর্মীকে বাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, Paayel-কে দেখেই অভিযোগ
তবে শুধু নুসরত (Nusrat Jahan)ই নন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার শুরু করেছেন আরও দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী ও দেব।